প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়ে নিয়েছেন একাধিক ক্রীড়াবিদ। তাঁদের অন্যতম ফরাসি সাঁতারু লিঁয় মারশাঁ। পুলে ঝড় তুলেছেন এই সাঁতারু।
প্যারিস অলিম্পিক্সের আগে পর্যন্ত ফ্রান্সের বাইরে খুব বেশি ক্রীড়াপ্রেমী লিঁয় মারশাঁর নাম জানতেন না। কিন্তু এবারের অলিম্পিক্সে যে রেকর্ড গড়লেন এই সাঁতারু, তাতে অলিম্পিক্সের ইতিহাসে পাকাপাকিভাবে তাঁর নাম খোদাই করা হয়ে গেল। প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ৪ বার সোনা জিতেছেন মারশাঁ। প্রতিবারই তিনি অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েছেন। শুক্রবার পুরুষদের ২০০ মিটার মেডলিতে নতুন অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জেতেন মারশাঁ। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস। ৫৪.০৬ সেকেন্ড সময় করে ফেল্পসের রেকর্ড ভেঙে দিয়েছেন মারশাঁ। এই ইভেন্টে বিশ্বরেকর্ডের অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের রায়ান লশটে। তাঁর চেয়ে মাত্র ০.০৬ সেকেন্ড কম সময় নিয়েছেন মারশাঁ।
রেকর্ড গড়ে উচ্ছ্বসিত মারশাঁ
প্যারিস অলিম্পিক্সে দর্শকদের সমর্থন ভালোভাবেই পাচ্ছেন মারশাঁ। দেশের মাটিতে পরিচিত পরিবেশ-পরিস্থিতিতে অসামান্য পারফরম্যান্স দেখাচ্ছেন এই সাঁতারু। ২০০ মিটার মেডলিতে রেকর্ড গড়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত ইভেন্টে এটাই আমার শেষ ইভেন্ট ছিল। আমি নিজেকে বলেছিলাম, এই ইভেন্ট উপভোগ করতে হবে। গতকালের চেয়ে আজ আমার মধ্যে প্রাণশক্তি বেশি ছিল। ফলে আমি অনেক বেশি নিশ্চিন্ত ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল। ব্যক্তিগত ইভেন্টে আমার শেষ ফাইনালে মজা করতে চেয়েছিলাম। এই ফাইনাল আমার পক্ষে ভালো গেল। আমার খুব ভালো লাগছে।’
কী কী রেকর্ড মারশাঁর?
প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার মেডলি, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ২০০ মিটার বাটালফ্লাই ও ৪০০ মিটার মেডলিতে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতেছেন মারশাঁ। ফ্রান্সের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ৪ বার সোনা জিতলেন মারশাঁ। আরও সাফল্যের লক্ষ্যে এই সাঁতারু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
লিঙ্গ-বিতর্কের মধ্যেই ফের জয়, অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে আলজেরিয়ার হয়ে প্রথম পদক জয় ইমানে খেলিফের
প্যারিস অলিম্পিক্সে তৃতীয় সোনা, নতুন নজির মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের
কোয়ার্টার ফাইনালে হার, এবারের অলিম্পিক্স থেকেও খালি হাতে বিদায় দীপিকার