'এই সাফল্যের পর তরুণদের মধ্যে হকির জনপ্রিয়তা বেড়ে যাবে,' উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

Published : Aug 08, 2024, 09:10 PM ISTUpdated : Aug 08, 2024, 09:37 PM IST
Modi

সংক্ষিপ্ত

৫২ বছর পর টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে পুরুষদের হকিতে পদক জিতল ভারত। এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হরমনপ্রীত সিং, পি আর শ্রীজেশদের অভিনন্দন জানিয়েছেন।

প্যারিস অলিম্পিক্সে ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হকি দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। 'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আগামী প্রজন্ম এই সাফল্যের কথা স্মরণ করবে। অলিম্পিক্সে উজ্জ্বল হয়ে উঠল ভারতীয় হকি দল। ব্রোঞ্জ পদক নিয়ে এল। এই পদক আরও গুরুত্বপূর্ণ। কারণ, অলিম্পিক্সে পরপর পদক জিতল ভারতীয় হকি দল। এই সাফল্য দক্ষতা, উদ্যম ও দলগত শক্তির পরিচয় দিচ্ছে। ভারতীয় দল অসামান্য দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছে। সব খেলোয়াড়কে অভিনন্দন। হকির সঙ্গে সব ভারতীয়র আবেগ জড়িয়ে। এই সাফল্য আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে হকি খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে।’

পুরস্কার ঘোষণা পাঞ্জাব সরকারের

ভারতে হকির আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাঞ্জাব। এই রাজ্য থেকেই ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় আছেন। বৃহস্পতিবার ভারতীয় হকি দল প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছেন। 'এক্স' হ্যান্ডলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান লিখেছেন, ‘স্পেনকে ২-১ হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারতীয় হকি দল। প্যারিস অলিম্পিক্সে চতুর্থ পদক জিতল ভারত। হকি দলের সবাইকে অভিনন্দন। আমাদের কাছে আরও গর্বের ব্যাপার হল, দলে অধিনায়ক হরমনপ্রীত সিং, সহ-অধিনায়ক হার্দিক সিং-সহ ১০ জন পাঞ্জাবি খেলোয়াড় আছেন। দলের সবাই আবেগ দিয়ে খেলেছেন। আমাদের ক্রীড়ানীতি অনুযায়ী, ব্রোঞ্জ পদক জেতা পাঞ্জাবের সব খেলোয়াড়কে ১ কোটি টাকা করে দেব।’

 

 

প্যারিসে ইতিহাস ভারতের

১৯৬৮ ও ১৯৭২ সালের অলিম্পিক্সে পরপর ২ বার পদক জিতেছিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও পদক জিতলেন হরমনপ্রীত সিং, পি আর শ্রীজেশরা। ৫২ বছর পর টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে পুরুষদের হকিতে পদক জিতল ভারত।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সে পদক জিতেই অবসর, শ্রীজেশকে ব্রোঞ্জ উৎসর্গ হরমনপ্রীতদের

হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে ব্রোঞ্জ ভারতের

কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমি-ফাইনালে, পদক থেকে একধাপ দূরে আমন সেহরাওয়াত

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার