প্যারিস অলিম্পিক্সে পদক জিতেই অবসর, শ্রীজেশকে ব্রোঞ্জ উৎসর্গ হরমনপ্রীতদের

Published : Aug 08, 2024, 08:14 PM ISTUpdated : Aug 08, 2024, 08:49 PM IST
PR Sreejesh

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের ১৩-তম দিন ভারতের জন্য পয়মন্ত প্রমাণিত হল। পুরুষদের হকিতে টানা দ্বিতীয়বার পদক জিতল ভারত। অসাধারণ পারফরম্যান্স দেখালেন পি আর শ্রীজেশ, হরমনপ্রীত সিংরা।

সতীর্থ গোলকিপার পি আর শ্রীজশের অবসরের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতাতে বদ্ধপরিকর ছিলেন। সেই লক্ষ্যপূরণ করতে পেরে গর্বিত ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। তিনি এই পদক শ্রীজেশকেই উৎসর্গ করার কথা জানালেন। মনপ্রীত সিংও জানালেন, তাঁরা দলের পক্ষ থেকে শ্রীজেশকে এই ব্রোঞ্জ পদক উৎসর্গ করছেন। বৃহস্পতিবার স্পেনের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই শ্রীজেশের দিকে ছুটে যান সতীর্থরা। সবাই গোলকিপারকে জড়িয়ে ধরেন। শ্রীজেশও আবেগপ্রবণ হয়ে পড়েন। শেষবারের মতো ভারতীয় দলের হয়ে খেললেন এই অভিজ্ঞ গোলকিপার। টোকিও অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও ভারতীয় দলকে ব্রোঞ্জ জিতিয়ে বিদায় নিলেন শ্রীজেশ।

শ্রীজেশকে কুর্ণিশ হরমনপ্রীতের

শ্রীজেশকে প্রশংসায় ভরিয়ে দিয়ে হরমনপ্রীত বলেছেন, 'আমাদের দলে এমন কয়েকজন ছেলে আছে, যাদের বয়সের চেয়ে বেশিদিন হকি খেলছেন শ্রীজেশ। ও দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছে। ভারতকে অনেক গর্বের মুহূর্ত উপহার দিয়েছে ও। ওর শেষ ম্যাচ ছিল। আমাদের দলের সবার জন্য গর্বের মুহূর্ত ছিল। আমরা এখানে আসার পরে সবাই বলেছিলাম, শ্রীজেশের জন্য এই টুর্নামেন্ট জিতব। ব্রোঞ্জ জিততে পেরে খুব ভালো লাগছে। দেশের জন্য আমরা পদক জিতলাম। ভারতীয় হকির উন্নতি হচ্ছে। আমরা দেশকে গর্বিত করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় ব্যাপার।'

 

 

শ্রীজেশের শেষ ম্যাচে আবেগপ্রবণ মনপ্রীত

স্পেনের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর মনপ্রীত বলেন, 'আমরা পি আর শ্রীজেশকে এই পদক উৎসর্গ করতে চাই। কারণ, এটা ওর শেষ ম্যাচ ছিল। আমরা ১৩ বছর একসঙ্গে খেলেছি। দ্বিতীয়বার ব্রোঞ্জ জিতে খুব ভালো লাগছে। ফাইনালে খেলাই আমাদের লক্ষ্য ছিল। সেটা করতে না পারলেও, আমাদের দলের পারফরম্যান্স ভালো হয়েছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে ব্রোঞ্জ ভারতের

কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমি-ফাইনালে, পদক থেকে একধাপ দূরে আমন সেহরাওয়াত

নীরজ চোপড়া সোনা জিতলেই পুরস্কার দেবেন, অনুরাগীদের উদ্দেশ্যে ঘোষণা ঋষভ পন্থের

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!