লক্ষ্যপূরণ হল না, প্যারিসে ইতিহাস গড়েও পদক জয় অধরাই থেকে গেল লক্ষ্য সেনের

প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন উত্তরাখণ্ডের শৈলশহর আলমোড়ার তরুণ লক্ষ্য সেন। কিন্তু অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যপূরণ করতে পারলেন না এই তরুণ শাটলার।

লক্ষ্যপূরণ করা থেকে একধাপ দূরেই থেমে গেলেন লক্ষ্য সেন। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জেতার লড়াইয়ে মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে প্রথম গেম জিতে এগিয়ে যাওয়ার পরেও হেরে গেলেন লক্ষ্য। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২১-১৩, ১৬-২১, ১১-২১। প্রথম গেমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সহজ জয় পান লক্ষ্য। সেই সময় মনে হচ্ছিল তিনি সহজেই ব্রোঞ্জ জিতবেন। কিন্তু দ্বিতীয় গেমেই ছন্দপতন হয়। এই গেমে প্রত্যাবর্তন ঘটান লি। এরপর আর তাঁকে থামাতে পারেননি লক্ষ্য। তৃতীয় গেমের শুরুতেই অনেকটা এগিয়ে যান লি। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি লক্ষ্য। ফলে সোমবারও পদক সংখ্যা বাড়াতে পারল না ভারত। চলতি অলিম্পিক্সে শ্যুটিংয়ে ৩ পদক ছাড়া বাকি সব ইভেন্টে এখনও পর্যন্ত ভারতের ঝুলি শূন্য।

আত্মতুষ্টির ফলে হার লক্ষ্যর?

Latest Videos

রবিবার সেমি-ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে যেভাবে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচ খোয়ান লক্ষ্য, সোমবারও ঠিক সেটাই হল। পার্থক্য একটাই, সেমি-ফাইনালে কোনও সেটেই জয় পাননি এই ভারতীয় শাটলার। সোমবার প্রথম সেট জিতে এগিয়ে যাওয়ার পরেও হেরে গেলেন লক্ষ্য। তিনি হয়তো আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন। চাপের মুখে লড়াই করতে পারলেন না লক্ষ্য। অন্যদিকে, দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিলেন লি। মালয়েশিয়ার এই শাটলার লক্ষ্যর বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষাতে দ্বিতীয় জয় পেলেন।

টানা ৩ অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পদক জয়ের পর ভারতের ঝুলি শূন্য

২০১২ সালে লন্ডন অলিম্পিক্স, ২০১৬ সালে রিও অলিম্পিক্স এবং ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে পদক জয় করেছিল ভারত। কিন্তু এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পদক জিততে পারল না ভারত। দেশের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন লক্ষ্য। কিন্তু তিনি পদক জয় থেকে একধাপ দূরেই থেমে গেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাবাহক হচ্ছেন মনু ভাকের

মরসুমের সেরা পারফরম্যান্স দেখিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ পারুল চৌধুরী, ছিটকে গেলেন জেসউইন অলড্রিনও

কোয়ার্টার ফাইনালে লাভলিনার বিদায়, প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে হতাশাজনক ফল ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari