প্যারিস অলিম্পিক্সে স্কিট মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে মাহেশ্বরী চৌহান-অনন্তজিৎ সিং

Published : Aug 05, 2024, 05:43 PM ISTUpdated : Aug 05, 2024, 06:28 PM IST
Anantjeet Singh Naruka

সংক্ষিপ্ত

সোমবার প্যারিস অলিম্পিক্সে চতুর্থ পদক জেতার আশায় ভারত। শ্যুটিংয়ে ফের পদক জিততে পারে ভারত। মিক্সড স্কিট টিম ইভেন্টে পদক জিততে পারেন মাহেশ্বরী চৌহান ও অনন্তজিৎ সিং। 

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে চতুর্থ পদক জয়ের পথে ভারত। সোমবার মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়াই করতে চলেছেন মাহেশ্বরী চৌহান ও অনন্তজিৎ সিং। এদিন কোয়ালিফাইং রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করে এই জুটি। চিনা জুটি লিউ জিয়ানলিন-জিয়াং ইতিংয়ের সঙ্গে একই পয়েন্টে ছিলেন মাহেশ্বরী-অনন্তজিৎ। দুই জুটিই ১৪৬ পয়েন্ট করে পায়। ফলে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামছে ভারত ও চিন। এই ইভেন্টে সোনা জয়ের লড়াইয়ে ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১৪৯ পয়েন্ট নিয়ে কোয়ালিফাইং রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ইটালি। ১৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ব্রোঞ্জ জয়ের ম্যাচের মতোই ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মাহেশ্বরী-অনন্তজিৎ

কোয়ালিফাইং রাউন্ডে দারুণ লড়াই করেছেন মাহেশ্বরী ও অনন্তজিৎ। প্রথম রাউন্ডে তাঁরা কোনওরকম ভুল করেননি। প্রথম রাউন্ডের ফাইনাল সিরিজে মাহেশ্বরী পিছিয়ে পড়লেও, ২৫ পয়েন্ট নিয়ে দলকে ৪৯ পয়েন্টে পৌঁছে দেন অনন্তজিৎ। দ্বিতীয় রাউন্ডে ২৫ পয়েন্ট নেন মাহেশ্বরী। ২৩ পয়েন্ট নেন অনন্তজিৎ। তৃতীয় রাউন্ডে ফের ২৫ পয়েন্ট নেন মাহেশ্বরী। অনন্তজিৎ ২৪ পয়েন্ট নেন। ফলে ব্রোঞ্জ পদকের লড়াইয়ের যোগ্যতা অর্জন করে ভারতীয় জুটি।

শ্যুটিংয়ে চতুর্থ পদকের অপেক্ষা

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিং থেকেই যাবতীয় পদক পেয়েছে ভারত। একাই জোড়া পদক পেয়েছেন মনু ভাকের। এবার শ্যুটিংয়ে চতুর্থ পদকের অপেক্ষায় সারা দেশ। অন্য ইভেন্টগুলিতে হতাশাজনক পারফরম্যান্স দেখা গেলেও, প্যারিসে দেশের মানরক্ষা করছেন শ্যুটাররা। সোমবার ফের শ্যুটিংয়ে পদক এলে নতুন নজির তৈরি হবে। এর আগে ২০১২ সালের অলিম্পিকে শ্যুটিংয়ে জোড়া পদক জিতেছিল ভারত। এবার তার চেয়ে বেশি পদক এসেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাবাহক হচ্ছেন মনু ভাকের

অলিম্পিক্স সেমি-ফাইনালে নির্বাসিত অমিত রোহিদাস, শাস্তির বিরুদ্ধে আবেদন ভারতের

মরসুমের সেরা পারফরম্যান্স দেখিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ পারুল চৌধুরী, ছিটকে গেলেন জেসউইন অলড্রিনও

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার