Olympics 2024: খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে নজর, বিশেষ মেডিক্যাল টিম পাঠাচ্ছে ভারত

আসন্ন প্যারিস অলিম্পিক্সকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল ভারত। অলিম্পিক্সে ভারত থেকে মোট ১১৩ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন। তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে চাইছে ভারতের অলিম্পিক সংস্থা।

আসন্ন প্যারিস অলিম্পিক্সকে (Paris Olympics 2024) কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল ভারত (India)। অলিম্পিক্সে ভারত থেকে মোট ১১৩ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন। তাদের স্বাস্থ্যের দিকে এবার বিশেষ নজর দিতে চাইছে ভারতের অলিম্পিক সংস্থা।

সেইজন্য ১৩ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম (Medical Team) তৈরি করা হয়েছে। চিকিৎসক দিনশ পার্দিওয়ালার নেতৃত্বে এই দলটি উড়ে যাবে প্যারিসে। জানা যাচ্ছে, ১৩ জনের সেই বিশেষ দলে রয়েছেন আরও এক চিকিৎসক। সেইসঙ্গে, তিনজন চোট নিরাময় বিশেষজ্ঞও থাকছেন এই দলে।

Latest Videos

অন্যদিকে, তিনজন ফিজিও, দুজন ম্যাসিয়র, দুজন মনোবিদ এবং একজন স্লিপ থেরাপিস্টও থাকবেন এই টিমে। মোট ১৩ জনের এই দলের সঙ্গে পাঠানো হবে দুজন পুষ্টিবিদকেও। মূলত, গেমস ভিলেজের রিকভারি সেন্টারে থাকবেন তারা।

সূত্রের খবর, ৬০০ স্কোয়ার ফিট জুড়ে তৈরি করা হবে একটি বিশেষ জায়গা। সেখানে সবরকমের প্রয়োজনীয় সরঞ্জাম রাখা থাকবে। আইওএ-এর (IOA) তরফ থেকে এক কর্তা জানিয়েছেন, “প্রথমবার অলিম্পিক্সে ভারতীয় দলের সঙ্গে চিকিৎসকদের একটি দল পাঠানো হচ্ছে। একটি রিকভারি সেন্টার তৈরি করা হবে। আমেরিকা, ব্রিটেন, জাপানের মতো দেশ খেলোয়াড়দের জন্য এই বিশেষ ব্যবস্থা করে থাকে। এই বছর ভারতও তাই করছে।”

জানা যাচ্ছে, চিকিৎসকদের দলে ১৩ জনের মধ্যে মোট ৯ জনের কাছে অনুমতি থাকবে গেমস ভিলেজে থাকার। বাকিদের থাকতে হবে বাইরে। তাদের জন্য বিশেষ অনুমতি পত্রের ব্যবস্থা থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গেমস ভিলেজে তারা ঢুকতে পারবেন। অন্যদিকে, হকি, বক্সিং, তীরন্দাজ দলের খেলোয়াড়েরা আগামী ২০ জুলাই প্যারিস পৌঁছবেন। তারা পরেরদিন থেকে অনুশীলন শুরু করবেন।

আর এবার তাদের স্বাস্থ্যের দিকে নজর দিয়েই বিশেষ চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee