Wimbledon: এই নিয়ে পরপর দুবার উইম্বলডন জয় আলকারাজের, হারালেন জোকোভিচকে

উইম্বলডন জয় আলকারাজের (Carlos Alcaraz)। গত বছর এই সেন্টার কোর্টেই জোকোভিচকে হারিয়ে তারকা হয়েছিলেন আলকারাজ়। তাতেই যেন আবার সিলমোহর পড়ল।

Subhankar Das | Published : Jul 14, 2024 6:51 PM IST / Updated: Jul 15 2024, 12:22 AM IST

উইম্বলডন জয় আলকারাজের (Carlos Alcaraz)। গত বছর এই সেন্টার কোর্টেই জোকোভিচকে হারিয়ে তারকা হয়েছিলেন আলকারাজ়। তাতেই যেন আবার সিলমোহর পড়ল।

বেসলাইন থেকে ড্রপ শটে জোকোভিচকে কার্যত বোকা বানালেন তিনি। যেভাবে ডাউন দ্য লাইন শট খেললেন, তাতে রীতিমতো অবাক সবাই। এমনকি, জোকোভিচ নিজেও হাততালি দিতে বাধ্য হলেন। জোকোভিচকে ৬-২, ৬-২, ৭-৬ স্ট্রেট সেটে হারিয়ে পরপর দুবার রাজা হলেন ২১ বছর বয়সী আলকারাজ়। লন্ডনের কোর্টে যেন স্পেনের (Spain) রাজত্ব প্রতিষ্ঠা করলেন তিনি।

Latest Videos

উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার পুরুষদের উইম্বলডন ফাইনাল স্ট্রেট সেটে জিতেছিলেন জোকোভিচ। ছয় বছর পরে সেই জোকোভিচকেই স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডন জিতলেন আলকারাজ়। সেইসঙ্গে, আলকারাজ় জিতে নিলেন নিজের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাবও। যতই সময় এগোল, ততই যেন খেলায় দাপট দেখালেন আলকারাজ়।

মোট পাঁচবার জোকোভিচের সার্ভিস ভাঙার সুযোগ পান আলকারাজ়। প্রথম চারবার জোকোভিচ খেলায় ফিরে আসেন। তিনিও সার্ভিস ধরে রাখার যথেষ্ট সুযোগ পান। শেষপর্যন্ত, পঞ্চমবার জোকোভিচের সার্ভিস ভেঙে এগিয়ে যান আলকারাজ়। দ্বিতীয় গেম শেষ হয়ে যায় মাত্র ৩ মিনিটেই। তৃতীয় গেমে ফিরে আসেন জোকোভিচ। কিন্তু চতুর্থ গেম জিতে ৩-১ সেটে এগিয়ে যান আলকারাজ়।

শেষপর্যন্ত, খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর কোনও ভুল করেননি আলকারাজ়। ৭২ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে নোভাক জোকোভিচকে উড়িয়ে দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন স্পেনের এই তারকা। আর সেইসঙ্গে উইম্বলডনে তৈরি করলেন নিজের সাম্রাজ্য।

ম্যাচ জয়ের পর তিনি জানান, “এই কোর্ট, এই প্রতিযোগিতা, এই ট্রফি টেনিসের মধ্যে সেরা। তাই এখানে খেলার অনুভূতি সত্যিই আলাদা। অবশ্যই জয়ের অনুভূতিও আলাদা।” তাঁর পাশে থাকার জন্য এবং সবরকম সাহায্যের জন্য নিজের কোচ ও সাপোর্ট স্টাফদের প্রশংসা করেছেন আলকারাজ়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari