Wimbledon: এই নিয়ে পরপর দুবার উইম্বলডন জয় আলকারাজের, হারালেন জোকোভিচকে

উইম্বলডন জয় আলকারাজের (Carlos Alcaraz)। গত বছর এই সেন্টার কোর্টেই জোকোভিচকে হারিয়ে তারকা হয়েছিলেন আলকারাজ়। তাতেই যেন আবার সিলমোহর পড়ল।

উইম্বলডন জয় আলকারাজের (Carlos Alcaraz)। গত বছর এই সেন্টার কোর্টেই জোকোভিচকে হারিয়ে তারকা হয়েছিলেন আলকারাজ়। তাতেই যেন আবার সিলমোহর পড়ল।

বেসলাইন থেকে ড্রপ শটে জোকোভিচকে কার্যত বোকা বানালেন তিনি। যেভাবে ডাউন দ্য লাইন শট খেললেন, তাতে রীতিমতো অবাক সবাই। এমনকি, জোকোভিচ নিজেও হাততালি দিতে বাধ্য হলেন। জোকোভিচকে ৬-২, ৬-২, ৭-৬ স্ট্রেট সেটে হারিয়ে পরপর দুবার রাজা হলেন ২১ বছর বয়সী আলকারাজ়। লন্ডনের কোর্টে যেন স্পেনের (Spain) রাজত্ব প্রতিষ্ঠা করলেন তিনি।

Latest Videos

উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার পুরুষদের উইম্বলডন ফাইনাল স্ট্রেট সেটে জিতেছিলেন জোকোভিচ। ছয় বছর পরে সেই জোকোভিচকেই স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডন জিতলেন আলকারাজ়। সেইসঙ্গে, আলকারাজ় জিতে নিলেন নিজের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাবও। যতই সময় এগোল, ততই যেন খেলায় দাপট দেখালেন আলকারাজ়।

মোট পাঁচবার জোকোভিচের সার্ভিস ভাঙার সুযোগ পান আলকারাজ়। প্রথম চারবার জোকোভিচ খেলায় ফিরে আসেন। তিনিও সার্ভিস ধরে রাখার যথেষ্ট সুযোগ পান। শেষপর্যন্ত, পঞ্চমবার জোকোভিচের সার্ভিস ভেঙে এগিয়ে যান আলকারাজ়। দ্বিতীয় গেম শেষ হয়ে যায় মাত্র ৩ মিনিটেই। তৃতীয় গেমে ফিরে আসেন জোকোভিচ। কিন্তু চতুর্থ গেম জিতে ৩-১ সেটে এগিয়ে যান আলকারাজ়।

শেষপর্যন্ত, খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর কোনও ভুল করেননি আলকারাজ়। ৭২ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে নোভাক জোকোভিচকে উড়িয়ে দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন স্পেনের এই তারকা। আর সেইসঙ্গে উইম্বলডনে তৈরি করলেন নিজের সাম্রাজ্য।

ম্যাচ জয়ের পর তিনি জানান, “এই কোর্ট, এই প্রতিযোগিতা, এই ট্রফি টেনিসের মধ্যে সেরা। তাই এখানে খেলার অনুভূতি সত্যিই আলাদা। অবশ্যই জয়ের অনুভূতিও আলাদা।” তাঁর পাশে থাকার জন্য এবং সবরকম সাহায্যের জন্য নিজের কোচ ও সাপোর্ট স্টাফদের প্রশংসা করেছেন আলকারাজ়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News