সংক্ষিপ্ত

এবারের অলিম্পিক্সের উদ্বোধন হচ্ছে শুক্রবার। তবে তার আগেই বৃহস্পতিবার পদক জয়ের লড়াইয়ে নেমে পড়লেন ভারতের তিরন্দাজরা। পুরুষ ও মহিলাদের দলগত বিভাগে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতীয়রা।

ভারতের মহিলা দলের মতোই পুরুষ দলও প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। বৃহস্পতিবার র‍্যাঙ্কিং রাউন্ডে মহিলা দলের মতোই চতুর্থ স্থানে শেষ করল পুরুষ দল। দুর্দান্ত লড়াই করলেন ধীরাজ বোম্মাদেবারা ও তরুণদীপ রাই। এই দুই তিরন্দাজ মোট ৭২ বার নির্দিষ্ট লক্ষ্যে নিশানা করেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা সফল হন। ধীরাজ ও তরুণদীপের অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। র‍্যাঙ্কিংয়ে ১১-তম স্থানে থেকে এদিন লড়াই শুরু করেন ধীরাজ। শুরুতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ফলে অনেক পিছিয়ে পড়েন এই তিরন্দাজ। তবে এরপর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ঘুরে দাঁড়িয়ে পঞ্চম স্থানে শেষ করেন ধীরাজ। তরুণদীপও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি ১৪-তম স্থানে থাকেন। ভারতের পুরুষ তিরন্দাজি দলের তৃতীয় সদস্য প্রবীণ যাদব অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ৩৯-তম স্থানে শেষ করেন।

নজর কাড়লেন তরুণদীপ

বৃহস্পতিবার প্রথম রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখান তরুণদীপ। প্রথম ৬ শটে ৫৫ পয়েন্ট তুলে নেন এই তিরন্দাজ। তিনি ২ বার ১০ পয়েন্ট নেওয়ার পর ৩ বার ৯ পয়েন্ট করে নেন এবং তারপর ৮ পয়েন্ট নেন। দ্বিতীয় রাউন্ডে আরও ভালো পারফরম্যান্স দেখান তরুণদীপ। তিনি ১১৩ পয়েন্ট নেন। বুলসআইয়ের পাশাপাশি ৩ বার ১০ পয়েন্ট, ২ বার ৯ পয়েন্ট করে নেন এই তিরন্দাজ। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যায় ভারত।

দুর্দান্ত লড়াই ধীরাজের

তরুণদীপের মতোই দুর্দান্ত পারফরম্যান্স দেখান ধীরাজ। তিনি প্রথম রাউন্ডে ৫৭ পয়েন্ট নেন। এরপর দ্বিতীয় রাউন্ডে ৫৩ এবং তৃতীয় রাউন্ডে ৫৬ পয়েন্ট নেন ধীরাজ। এরপর চতুর্থ রাউন্ডেও ৫৬ পয়েন্ট নিয়ে ভারতীয় দলকে ভালো জায়গায় থাকতে সাহায্য করেন ধীরাজ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Paris Olympics 2024: অলিম্পিক্সে তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ডে চতুর্থ দীপিকারা, কোয়ার্টার ফাইনালে সামনে কোরিয়া

Viral Video: উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অলিম্পিক রিংয়ের সঙ্গে চাঁদের খেলা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Paris Olympics 2024: ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত নীতা আম্বানি