লিঙ্গ-বিতর্কের মধ্যেই ফের জয়, অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে আলজেরিয়ার হয়ে প্রথম পদক জয় ইমানে খেলিফের

জন্মসূত্রে মহিলা না হওয়া সত্ত্বেও অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে লড়াই করছেন আলজেরিয়ার ইমানে খেলিফ। এই বক্সার এবার পদক জয়ও নিশ্চিত করে ফেললেন। তবে তাতে লিঙ্গ নিয়ে বিতর্ক থামছে না।

লিঙ্গ নিয়ে বিতর্কের মধ্যেই প্যারিস অলিম্পিক্সে পদক জয় নিশ্চিত করে ফেললেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ। শনিবার মহিলাদের বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির অ্যানা হামোরিকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেলেন ইমানে। তিনি বিচারকদের সর্বসম্মত রায়ে ৫-০ জয় পেলেন। এদিন প্রথম রাউন্ড থেকেই দাপট দেখান আলজেরিয়ার এই বক্সার। একবারই হাঙ্গেরির প্রতিপক্ষের জ্যাব তাঁর নাকে লাগে। এছাড়া ইমানেকে আর কোনও সময়ই সমস্যায় ফেলতে পারেননি অ্যানা। সহজ জয় পেয়ে পদক নিশ্চিত করলেন আলজেরিয়ার বক্সার। সেমি-ফাইনালে হেরে গেলেও তিনি ব্রোঞ্জ পাবেন। অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে আলজেরিয়াকে প্রথম পদক এনে দেওয়ার পর ইমানের চোখে জল দেখা যায়।

বিতর্ক এড়াতে পারলেন না ইমানে

Latest Videos

শনিবার প্যারিস অলিম্পিক্সে পদক জয় নিশ্চিত করে ফেললেও, প্রি-কোয়ার্টার ফাইনালের মতোই কোয়ার্টার ফাইনালেও বিতর্কে জড়ান ইমানে। তিনি প্রথম রাউন্ডে প্রতিপক্ষের মাথার পিছনে পাঞ্চ করেন। এই বক্সারকে সতর্ক করে দেন রেফারি। প্রথম রাউন্ডে লড়াই করেন ইমানে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে আর তিনি লড়াই করতে পারেননি। এই রাউন্ডে ইমানের পাঞ্চ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন অ্যানা। কিন্তু এতে তিনি বিশেষ সুবিধা করতে পারেননি। একবারই ইমানেকে পাঞ্চের মাধ্যমে চাপে ফেলে দিতে সক্ষম হলেও, তারপর আর কিছু করতে পারলেন না হাঙ্গেরির বক্সার।

বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইমানে

ইমানের লিঙ্গ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক, আলোচনা চলছে। জিয়র্জিয়া মেলোনি, টেসলা সিইও ইলন মাস্ক, হ্যারি পটার-খ্যাত সাহিত্যিক জে কে রাওলিং মুখ খুলেছেন। ইমানেকে সরাসরি পুরুষ বলে দাবি করেছেন রাওলিং। ইটালির প্রধানমন্ত্রীও এই বক্সারের লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আরব দুনিয়া ইমানের পাশে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সে তৃতীয় সোনা, নতুন নজির মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের

কোয়ার্টার ফাইনালে হার, এবারের অলিম্পিক্স থেকেও খালি হাতে বিদায় দীপিকার

প্যারিস অলিম্পিক্সে নতুন ইতিহাসের অপেক্ষা, পদক থেকে এক ধাপ দূরে লক্ষ্য সেন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral