টেবল টেনিসের প্রথম রাউন্ডে চমকপ্রদ পারফরম্যান্স, দাপুটে জয় শ্রীজা আকুলার

Published : Jul 28, 2024, 03:44 PM ISTUpdated : Jul 28, 2024, 04:53 PM IST
Sreeja Akula

সংক্ষিপ্ত

এবারের অলিম্পিক্সে টেবল টেনিসে পদকের আশায় ভারতীয় ক্রীড়াবিদরা। রবিবার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে অলিম্পিক্স অভিযান শুরু করলেন শ্রীজা আকুলা।

রবিবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের টেবল টেনিসে সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শ্রীজা আকুলা। তাঁর সামনে দাঁড়াতেই পারলেন না সুইডেনের ক্রিস্টিনা কালবার্গ। শ্রীজার পক্ষে ম্যাচের ফল ১১-৪, ১১-৯, ১১-৭, ১১-৮। প্রতিপক্ষকে উড়িয়ে দিতে ৩০ মিনিট সময় লাগল শ্রীজার। এই জয়ে তাঁর আত্মবিশ্বাস বেড়ে গেল। সিঙ্গলসে র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে থেকে এবারের অলিম্পিক্সে খেলতে নেমেছেন শ্রীজা। তিনিই এখন ভারতের সেরা টেবল টেনিস খেলোয়াড়। রবিবার নিজের জাত চেনালেন এই তরুণী। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে অলিম্পিক্সে প্রথম পদক জেতাই শ্রীজার একমাত্র লক্ষ্য।

পদক জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীজা

রবিবার প্রথম রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শ্রীজার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। পরের রাউন্ডে লড়াই এত সহজ না-ও হতে পারে। সে কথা জানেন শ্রীজা। এই কারণে তিনি কঠিন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন। প্যারিস অলিম্পিক্সে টিম ইভেন্টের যোগ্যতা অর্জন করে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে ভারতের টেবল টেনিস দল। শ্রীজা, অচিন্ত্য শরৎ কমল, সাথিয়ান জ্ঞানাকরণ, মানিকা বাত্রা পদক জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁদের দিকে সারা দেশের নজর রয়েছে।

অলিম্পিক্সে প্রথম পদকের খোঁজে শ্রীজা

এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জিততে পারেননি শ্রীজা। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলসে অচিন্ত্য শরৎ কমলের সঙ্গে জুটি বেঁধে সোনা জেতেন শ্রীজা। ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং ৪০ নম্বরে পৌঁছে যান শ্রীজা। একইসঙ্গে তিনি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন। রবিবার অলিম্পিক্সের শুরুটা ভালোভাবে করলেন শ্রীজা। পরের রাউন্ডগুলিতে ধারাবাহিকতা বজায় রেখে পদক জয়ের দিকে এগিয়ে যাওয়াই শ্রীজার লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের

টেবল টেনিসের প্রথম রাউন্ডে চমকপ্রদ পারফরম্যান্স, দাপুটে জয় শ্রীজা আকুলার

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পদকের আশা, নতুন নজির রমিতা জিন্দলের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত