সংক্ষিপ্ত
শনিবার প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন হতাশ করেন ভারতের শ্যুটাররা। তবে রবিবার দ্বিতীয় দিন পদকের আশা জাগিয়ে তুললেন মহিলা শ্যুটার রমিতা জিন্দল।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে পৌঁছে নতুন ইতিহাস গড়লেন ভারতের অন্যতম সেরা শ্যুটার রমিতা জিন্দল। শনিবার প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন মিক্সড টিম ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রমিতা। তবে রবিবার দুর্দান্ত লড়াই করে পদক জয়ের আশা বাড়ালেন এই শ্যুটার। অলিম্পিক্সের ইতিহাসে ২০ বছর পর ভারতের দুই শ্যুটার ফাইনাল রাউন্ডে পৌঁছলেন। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন রমিতার কোচ সুমা শ্রীরুর। ২০ বছর পর প্রথম ভারতীয় মহিলা রাইফেল শ্যুটার হিসেবে অলিম্পিক্সের ফাইনাল রাউন্ডে পৌঁছলেন রমিতা। তবে ছিটকে গেলেন ভারতের অপর এক শ্যুটার ইলাভেনিল ভ্যালারিভ্যান।
দুর্দান্ত লড়াই রমিতার
রবিবার শুরু থেকে কিছুটা পিছিয়ে ছিলেন রমিতা। সেই সময় মনে হচ্ছিল তাঁর পক্ষে হয়তো ফাইনাল রাউন্ডে পৌঁছনো সম্ভব হবে না। তবে নির্ণায়ক সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করেন রমিতা। তিনি ৬৩১.৫ স্কোর করেন। পঞ্চম স্থানে থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেন রমিতা। প্রথম ৩ সিরিজে ভালো পারফরম্যান্স দেখান ইলাভেনিল। তিনি ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জনের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ ৩ সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না ইলাভেনিল। ফলে তিনি ১০ নম্বর স্থানে শেষ করলেন। শনিবার মিক্সড টিম ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ইলাভেনিল। রবিবারও হতাশ করলেন এই শ্যুটার। এই ইভেন্টে ৬৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকেন কোরিয়ার হিয়োজিন বান। তিনি অলিম্পিক্সে কোয়ালিফিকেশন রাউন্ডে নতুন রেকর্ড গড়লেন।
শ্যুটিংয়ে জোড়া পদকের আশা
প্যারিস অলিম্পিক্সের শুরুতই মহিলাদের শ্যুটিংয়ে জোড়া পদকের আশা তৈরি হয়েছে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে পদক জিততে পারেন মনু ভাকের। ১০ মিটার এয়ার রাইফেলে পদক জেতার দৌড়ে রমিতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মালদ্বীপের প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয়, অলিম্পিক্সের শুরুতেই ছন্দে পি ভি সিন্ধু
ভিয়েতনামের প্রতিপক্ষকে উড়িয়ে বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রীতি পাওয়ার, পদকের আশা উজ্জ্বল
অল্পের জন্য প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ, হতাশ শ্যুটার সরবজ্যোত সিং