বৃহস্পতিবার শুরু ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, কবে লড়াইয়ে নামছেন নীরজ চোপড়া?

এবারের অলিম্পিক্সে পদক জয়ের জন্য সারা ভারত যে অ্যাথলিটদের দিকে তাকিয়ে, তাঁদের অন্যতম নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার পর এবারও সাফল্য পেতে মরিয়া নীরজ।

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটদের অভিযান শুরু হচ্ছে। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনাজয়ী নীরজ চোপড়া এবারও দেশকে গর্বের মুহূর্ত উপহার দিতে তৈরি। অসুস্থতা, চোট সারিয়ে অলিম্পিক্সের জন্য তৈরি নীরজ। অলিম্পিক্সে পরপর ২ বার সোনা জিতে নতুন নজির গড়তে মরিয়া নীরজ। এখনও পর্যন্ত ভারতের কোনও অ্যাথলিট অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে একাধিকবার সোনা জিততে পারেননি। এবার সেই নজির গড়ার লক্ষ্যে প্যারিসে গিয়েছেন নীরজ। তাঁর পাশাপাশি জ্যাভলিন থ্রোয়ে লড়াই করবেন কিশোর জেনা। তবে পদক জয়ের লড়াইয়ে পিছিয়ে ওড়িশার এই অ্যাথলিট। নীরজের উপরেই ভরসা করছে সারা দেশ। নীরজ অবশ্য বৃহস্পতিবার লড়াইয়ে নামছেন না। আগামী মঙ্গলবার, ৬ অগাস্ট নীরজ ও কিশোরের ইভেন্ট। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা বেজে ৫০ মিনিটে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে গ্রুপ এ কোয়ালিফিকেশনে নীরজ এবং বিকেল ৩টে বেজে ২০ মিনিটে গ্রুপ বি কোয়ালিফিকেশনে কিশোরের লড়াই শুরু হবে। ৮ অগাস্ট ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১টা বেজে ৫৫ মিনিটে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল রাউন্ডের লড়াই শুরু হবে।

পদক জিতবেন অবিনাশ সাবলে?

Latest Videos

এবারের অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ভারতের ২৯ জন প্রতিনিধি আছেন। তাঁদের মধ্যে ১১ জন রিলে ইভেন্টে যোগ দেবেন। ৩০০০ মিটার স্টিপলচেজে পদকের লক্ষ্যে অবিনাশ সাবলে। ভারতের অপর এক ভরসা পারুল চৌধুরী। তিনি মহিলাদের ৫০০০ মিটার দৌড় এবং ৩০০০ মিটার স্টিপলচেজে লড়াই করবেন। এশিয়ান গেমসে ৫০০০ মিটার দৌড়ে সোনা জেতেন পারুল। তিনি ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জেতেন। এবারের অলিম্পিক্সে ভারতের একমাত্র অ্যাথলিট হিসেবে দুই আলাদা ইভেন্টে লড়াই করবেন পারুল।

ভারতের ভরসা জেসউইন অলড্রিন

প্যারিস অলিম্পিক্সে লং জাম্পে ভারতের ভরসা জেসউইন অলড্রিন। তাঁর সেরা পারফরম্যান্স ৮.৪২ মিটার। অলিম্পিক্সে এই পারফরম্যান্স দেখাতে পারলে পদক জয়ের আশা থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহিলাদের ৭৫ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে, পরপর ২ বার অলিম্পিক্স পদক জয় থেকে এক ধাপ দূরে লাভলিনা

অল্পের জন্য লক্ষ্যভেদে ব্যর্থ, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ অর্জুন বাবুতা

'ড্রেসিংরুমে আলোচনা শুনেছি,' অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar