সংক্ষিপ্ত
টোকিও অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিক্সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন অসমের বক্সার লাভলিনা বর্গোহাইন।
টোকিও অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিক্সেও পদক জয় থেকে এক ধাপ দূরে লাভলিনা বর্গোহাইন। এবারের অলিম্পিক্সে ৭৫ কেজি বিভাগে লড়াই করছেন লাভলিনা। বুধবার প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের সান্নিভা হফস্তাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লাভলিনা। তিনি ৫:০ জয় পেলেন। অলিম্পিক্সে প্রথমবার ৭৫ কেজি বিভাগে লড়াই করছেন অসমের এই বক্সার। এবার তিনি অষ্টম বাছাই হিসেবে প্যারিস অলিম্পিক্সে যোগ দেন। প্যারিস অলিম্পিক্সে প্রথম রাউন্ড থেকেই দুর্দান্ত লড়াই করছেন লাভলিনা। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ শীর্ষবাছাই চিনা বক্সার লি কিয়ান। টোকিও অলিম্পিক্সে মহিলাদের মিডলওয়েট বিভাগে রুপো জেতেন লি। তাঁর বিরুদ্ধে লাভলিনার লড়াই সহজ হবে না। তবে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করতে তৈরি লাভলিনা। রবিবার কোয়ার্টার ফাইনালে লড়াই করবেন লাভলিনা।
অভিজ্ঞতায় বাজিমাত লাভলিনার
২০ বছর বয়সি হফস্তাদ প্রথমবার অলিম্পিক্সে যোগ দেন। তাঁর বিরুদ্ধে জয় পেতে লাভলিনার কোনও সমস্যাই হল না। শুরুতে আক্রমণের চেষ্টা করছিলেন নরওয়ের বক্সার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অসাধারণ রক্ষণাত্মক দক্ষতার পরিচয় দিয়ে সহজেই হফস্তাদের সব পাঞ্চ প্রতিরোধ করেন লাভলিনা। তাঁর মুখে হাসিও দেখা যায়। প্রতিপক্ষের আক্রমণ সামাল দেওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণ শুরু করেন লাভলিনা। তাঁর আক্রমণের মোকাবিলা করতে পারেননি নরওয়ের বক্সার। সহজ জয় পান লাভলিনা। তিনি যে দক্ষতা, আত্মবিশ্বাসের পরিচয় দিলেন, তাতে কোয়ার্টার ফাইনালেও জয়ের আশা উজ্জ্বল।
৭৫ কেজি বিভাগে মানিয়ে নিয়েছেন লাভলিনা
৬৯ কেজি বিভাগ থেকে ৭৫ কেজি বিভাগে সরে এলেও লাভলিনার কোনও সমস্যা হচ্ছে না। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন এই বক্সার। তিনি এশিয়ান গেমসে রুপো জিতেছেন। এবারও অলিম্পিক্সে পদক জয়ের পথে লাভলিনা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অল্পের জন্য লক্ষ্যভেদে ব্যর্থ, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ অর্জুন বাবুতা
'ড্রেসিংরুমে আলোচনা শুনেছি,' অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়
হতাশ করলেন রমিতা জিন্দল, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পদক হারাল ভারত