কুস্তির সেমি-ফাইনালে আত্মসমর্পণ আমন সেহরাওয়াতের, লড়বেন ব্রোঞ্জের জন্য

কুস্তিতে দারুণ উন্নতি করেছে জাপান। অলিম্পিক্স, বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় প্রতিযোগিতাগুলিতে কুস্তিুতে জাপানের সঙ্গে পাল্লা দিতে পারছে না ভারত।

Soumya Gangully | Published : Aug 8, 2024 4:18 PM IST / Updated: Aug 08 2024, 11:25 PM IST

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির সেমি-ফাইনালে হেরে গেলেন ভারতের আমন সেহরাওয়াত। জাপানের রেই হিগুচির সামনে দাঁড়াতেই পারলেন না আমন। প্রথম রাউন্ডেই জয় পেলেন হিগুচি। তাঁর পক্ষে ম্যাচের ফল ১০-০। ২ মিনিটের মধ্যেই জয় পেলেন হিগুচি। তিনি শুরু থেকেই আমনকে চাপে ফেলে দেন। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু তাঁর পক্ষে জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হল না। পরপর পয়েন্ট নিয়ে জিতে ফাইনালে পৌঁছে গেলেন হিগুচি। সেমি-ফাইনালে হেরে গেলেও, এখনও ব্রোঞ্জ জয়ের আশা আছে আমনের। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর দারিয়ান টই ক্রাজ। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে ব্রোঞ্জ জয়ের লড়াই।

২১ বছর বয়সে প্রথমবার অলিম্পিক্সে আমন

Latest Videos

হরিয়ানার ২১ বছরের কুস্তিগীর আমন এবারই প্রথম অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। প্যারিস অলিম্পিক্সে ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর আমন। প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়েই পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে পদক জয়ের লড়াইয়ে এই তরুণ। শুক্রবার পদক জিততে পারলে প্যারিস অলিম্পিক্সে কুস্তি থেকে ভারতকে প্রথম পদক এনে দিতে পারবেন আমন।

চোট পেয়ে বিদায় নিশা দাহিয়ার

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৬৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার সল গামের বিরুদ্ধে ৮-২ এগিয়ে থাকা অবস্থায় চোট পেয়ে ছিটকে গেলেন ভারতের নিশা দাহিয়া। সেমি-ফাইনালের দিকে অনেকটা এগিয়ে গিয়েছিলেন নিশা। কিন্তু কিন্তু সেই সময় তাঁর ডান কাঁধে চোট লাগে। হাড় সরে গিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। চোট পাওয়ার পর আর লড়াই করতে পারেননি নিশা। ফলে উত্তর কোরিয়ার কুস্তিগীর জয় পেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সে পদক জিতেই অবসর, শ্রীজেশকে ব্রোঞ্জ উৎসর্গ হরমনপ্রীতদের

'এই সাফল্যের পর তরুণদের মধ্যে হকির জনপ্রিয়তা বেড়ে যাবে,' উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে ব্রোঞ্জ ভারতের

Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |