প্রি-কোয়ার্টার ফাইনালে হার অন্তিম পাংহালের, কুস্তিতে এবার পদকহীন ভারত

Published : Aug 07, 2024, 06:38 PM ISTUpdated : Aug 07, 2024, 07:15 PM IST
Antim Panghal

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে একাধিক পদকের আশায় ছিল ভারত। কিন্তু ভিনেশ ফোগট ওজনের কাছে বাতিল হয়ে যাওয়ার পর অন্তিম পাংহালও হেরে গেলেন। ফলে এবার কুস্তিতে পদক পেল না ভারত।

ভিনেশ ফোগটের বদলে প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি বিভাগে লড়াই করেন অন্তিম পাংহাল। তিনিও পদক পেলেন না, ভিনেশও বাতিল হয়ে গেলেন। ভিনেশ তবু মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে বাতিল হয়ে যান। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন অন্তিম। বুধবার তুরস্কের কুস্তিগীর জেইনিপ ইয়েতগিলের কাছে রীতিমতো আত্মসমর্পণ করলেন এই ভারতীয় কুস্তিগীর। লড়াইয়ের ফল ১০-০। এই ফলেই স্পষ্ট, কোনওরকম লড়াই করতে পারেননি অন্তিম। শুরু থেকেই দাপট দেখান তুর্কি কুস্তিগীর। তিনি সহজ জয় পেলেন। এবারের অলিম্পিক্সে পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন অন্তিম। কিন্তু তিনি লজ্জাজনকভাবে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন।

চোখের জলে বিদায় অন্তিমের

তুরস্কতের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ১০১ সেকেন্ডেই হেরে যান অন্তিম। ১০ পয়েন্টে এগিয়ে থাকায় জয় পান এই ভারতীয় কুস্তিগীর। প্রথম রাউন্ডের শুরুতে অন্তিমকে টার্ফে শুইয়ে দিয়ে ২ পয়েন্ট নেন জেইনিপ। তিনি এরপর আরও ২ পয়েন্ট নেন। এরপর ডাবল ফ্লিপের সাহায্যে আরও ৪ পয়েন্ট নেন তুর্কি কুস্তিগীর। এরপর তিনি আরও ২ পয়েন্ট নিতেই লড়াই থামিয়ে দেন রেফারি। ফলে চোখের জলে বিদায় নিতে হয় অন্তিমকে। তবে তুরস্কের এই কুস্তিগীর যদি ফাইনালে পৌঁছে যান, তাহলে রিপেচেজ রাউন্ডে লড়াইয়ের সুযোগ পেতে পারতেন অন্তিম। কিন্তু তিনি সেই সুযোগও পেলেন না।

কুস্তিতে হতাশা ভারতের

২০০৮ থেকে কুস্তিতে পদক জিতে আসছিল ভারত। পুরুষ ও মহিলা সাফল্য পান। কিন্তু এবার ভারতের কোনও কুস্তিগীরই পদক জিততে পারলেন না। ফলে ক্রীড়ামহলে হতাশা নেমে এসেছে। বিশেষ করে ভিনেশের বাতিল হয়ে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১ পয়েন্টের জন্য পদক হাতছাড়া, মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে হার মাহেশ্বরী-অনন্তজিতের

লক্ষ্যপূরণ হল না, প্যারিসে ইতিহাস গড়েও পদক জয় অধরাই থেকে গেল লক্ষ্য সেনের

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাবাহক হচ্ছেন মনু ভাকের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: আইপিএল নিলামের আগে ফর্মে ডি কক, মুল্লানপুরে জমজমাট লড়াই