প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, স্বপ্ন শেষ ভারতীয় হকি দলের (Indian Hockey Team)। সেমিফাইনালে জার্মানির কাছে ৩-২ গোলে হার।
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, স্বপ্ন শেষ ভারতীয় হকি দলের (Indian Hockey Team)। সেমিফাইনালে জার্মানির কাছে ৩-২ গোলে হার।
মঙ্গলবার, ম্যাচের শুরুতেই এগিয়ে যায় টিম ইন্ডিয়া। মাত্র সাত মিনিটেই ১-০ ব্যবধানে খেলায় লিড নেয় ভারত। গোল করেন হরমনপ্রীত সিং। তবে খেলা থেকে হারিয়ে যায়নি জার্মানি। পেনাল্টি থেকে সমতা ফেরায় তারা। জার্মানদের হয়ে গোল করেন গঞ্জালো পেইলাট।
এরপর ক্রমশই চাপ বাড়াতে থাকে জার্মানি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে সেই দাপট আরও বাড়ে। তবে উল্টোদিকে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন ভারতের ললিত উপাধ্যায়ও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। আর সেই সুযোগ নেয় জার্মানি। কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টোফাল রুহের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।
কিন্তু হাল ছাড়ার পাত্র নয় ভারতও। ফলে, ম্যাচে ফিরে আসে তারা। সুখজিৎ সিংয়ের গোলে খেলায় সমতা ফেরায় ভারত। ম্যাচের ফলাফল তখন ২-২।
এরপর দুই দলের কাছেই একাধিক সুযোগ আসতে থাকে। একটা সময় মনে হচ্ছিল যে, সত্যিই হয়ত ভারত জিতে যাবে। আর এই ম্যাচেও দুরন্ত কিছু সেভ করেন শ্রীজেশ। সবথেকে বড় বিষয়, ভারত পরিকল্পনা বদল করতেই চাপে পড়ে যায় জার্মানি দল।
তবে চতুর্থ কোয়ার্টারে খেলায় ফিরে আসে তারা। ম্যাচের ৫৪ মিনিটে, খেলার গতির বিপরীতে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মার্কো। বলা যেতে পারে, জয়সূচক গোল এটি। তবে খেলার একেবারে শেয মিনিটে সমতা ফেরানোর সুযোগ আসে ভারতীয় দলের সামনেও। কিন্তু জার্মানির গোলরক্ষক একটি দুরন্ত সেভ করেন। ফলে, আর কোনও গোল হয়নি এই ম্যাচে।
শেষপর্যন্ত, জার্মানির কাছে ৩-২ গোলে পরাজিত হয় ভারত। স্বভাবতই, ম্যাচ শেষে ভেঙে পড়েন খেলোয়াড়রা। সোনা জয়ের আশা শেষ। কিন্তু ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে। আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ৮ অগাস্ট ব্রোঞ্জ পদকের লক্ষ্যে স্পেনের মুখোমুখি হবে হকি ইন্ডিয়া।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।