
ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। এবার সমস্যা তৈরি হল গেমস ভিলেজ নিয়ে।
তীব্র গরমের জেরে সোনা জয়ী সাঁতারু থমাস সেক্কন (Thomas Ceccon) ভিলেজ ছেড়ে গিয়ে ঘুমালেন গাছের তলায়। পাশের একটি উদ্যানে গাছের তলায় ঘুমোতে দেখা গেল তাঁকে। সেই ছবি সামনে আসতেই একেবারে হইচই শুরু হয়ে গেছে। গরমের জন্যই নিজের ঘরে ঘুমোতে পারেননি বলে জানিয়েছেন থমাস।
দেখা গেছে, সাদা তোয়ালে পেতে টমাস গাছের তলায় ঘুমিয়ে আছেন। আর থমাসের সেই ঘুমোনোর ছবি পোস্ট করেছেন সৌদি আরবের রোয়ার হুসেন আলিরেজা। প্রসঙ্গত, ইতালির (Italy) সাঁতারু (Swimmer) টমাস সেক্কন ১০০ মিটারের ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন।
আর তারপরই অলিম্পিক্স ভিলেজে ঘরের পরিবেশ নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেন। থমাস জানান, “এমন অনেক খেলোয়াড় আছেন, যারা ভিলেজ ছেড়ে চলে যাচ্ছেন। তাই আমি কোনও অজুহাত দিতে চাই না। কিন্তু এটাই বাস্তব ঘটনা। যা হয়ত অনেকেই জানেন না। বাড়িতে থাকলে সাধারণত আমি দুপুরে ঘুমাই। কিন্তু এখানে এত গরম এবং আওয়াজ, তাই সেটা হচ্ছে না।”
প্যারিস এবং শাতোরুতে যথেষ্ট গরম বেড়ে গেছে এই কয়েকদিনে। থমাস একাই নন, অনেকেই গেমস ভিলেজের এই পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। তার মধ্যে কোকো গফ, আরিয়ার্নে টিটমাস এবং আসিয়া তুয়াতি রয়েছেন। যে ঘর তাদের দেওয়া হয়েছে, তা আসলে কারোরই পছন্দ হয়নি।
এদিকে ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর টিটমাস বলেন, ভালো জায়গায় থাকতে পারলে তিনি অবশ্যই বিশ্বরেকর্ড গড়তেন। তাঁর কথায়, “এইরকম অলিম্পিক্স ভিলেজে থাকলে ভালো খেলা সত্যিই কঠিন কাজ।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।