Olympics 2024: দেশের হয়ে জোড়া পদক জয়ী মনু ভাকেরকে বিশেষ সম্মান, জানুন বিস্তারিত

Published : Aug 05, 2024, 02:39 AM IST
MANU BHAKER

সংক্ষিপ্ত

ফের একবার ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন ভারতের তারকা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বাহক হচ্ছেন তিনি।

ফের একবার ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন ভারতের তারকা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বাহক হচ্ছেন তিনি।

দেশের হয়ে দুটি পদক জিতেছেন তিনি। কার্যত, ১২৪ বছর পর ইতিহাস রচনা করেছেন মনু ভাকের। স্বাধীন ভারতের ইতিহাসে তিনিই প্রথম অ্যাথলিট, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জয়ের নজির গড়েছেন। আর সেইজন্যই মনুকে বিশেষ সম্মান দিচ্ছে ভারতের অলিম্পিক সংস্থা।

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হচ্ছেন মনু ভাকের। উল্লেখ্য, চলতি অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। সেইসঙ্গে, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংকে সঙ্গী করে ব্রোঞ্জ পেয়েছেন মনু।

তবে একটুর অন্য হাতছাড়া হয়েছে তৃতীয় পদক। কিন্তু নিজের ইভেন্ট শেষ হয়ে গেলেও প্যারিসেই থাকতে হবে তাঁকে। কারণ, ভারতের অলিম্পিক সংস্থা (IOA) ঠিক করেছে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের (India) পতাকা বাহক হবেন জোড়া পদক বিজয়ী ভারতীয় শ্যুটার মনু ভাকের।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভারতের অলিম্পিক সংস্থা (IOA) ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, মনুই হবেন সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক। তবে তাঁর সঙ্গে পুরুষ অ্যাথলিট কে হবেন, সেই বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

কারণ, একাধিক পুরুষ অ্যাথলিটের ইভেন্ট এখনও বাকি। তাদের মধ্যে অনেকের পদক জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাই পুরুষ পতাকা বাহক হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা একেবারে শেষমুহূর্তে চূড়ান্ত করা হবে। তবে মহিলা পতাকা বাহক হিসেবে মনুর (Manu Bhaker) নাম কার্যত চূড়ান্ত করে ফেলেছেন কর্তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
জুনিয়র হকি বিশ্বকাপ: আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, ব্রোঞ্জ ভারতের