রজার ফেডেরার কয়েক বছর আগেই অবসর নিয়েছেন। রাফায়েল নাদালও কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। কিন্তু এখনও যথেষ্ট ফিট নোভাক জকোভিচ। তিনি এখনও সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাচ্ছেন।
প্যারিস অলিম্পিক্সে পুরুষদের টেনিসের সিঙ্গলসে সোনা জিতলেন সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ। স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জিতলেন জকোভিচ। ৩৭ বছর বয়সে প্রথমবার অলিম্পিক্সে পুরুষদের টেনিসের সিঙ্গলসে সোনা জিতলেন সার্বিয়ার এই তারকা। তাঁর পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২)। অলিম্পিক্সের ইতিহাসে পুরুষদের টেনিসের সিঙ্গলসে বয়স্কতম খেলোয়াড় হিসেবে সোনা জিতলেন জকোভিচ। রবিবার জকোভিচকে হারাতে পারলে অলিম্পিক্সের ইতিহাসে পুরুষদের টেনিসের সিঙ্গলসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সোনা জেতার রেকর্ড গড়তেন আলকারাজ। কিন্তু জকোভিচের অভিজ্ঞতার কাছেই হেরে গেলেন স্প্যানিশ তরুণ। টেনিসের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে সিঙ্গলসে সব গ্র্যান্ড স্ল্যাম এবং অলিম্পিক্সে সোনা জয়ের নজির গড়লেন জকোভিচ। তাঁর আগে এই রেকর্ড গড়েন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। এবারের উইম্বলডন ফাইনালে আলকারাজের কাছে হেরে যান জকোভিচ। এবার অলিম্পিক্সে তিনি সেই হারের বদলা নিলেন।
২০২৪ সালে প্রথম খেতাব জকোভিচের
রবিবার অলিম্পিক্সে সোনা জেতার আগে পর্যন্ত ২০২৪ সালে কোনও খেতাব জিততে পারেননি জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ফাইনালে হেরে যান এই তারকা। ২৫-তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে এই তারকা। তবে এই রেকর্ড গড়ার জন্য তাঁকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হতে পারলে নতুন রেকর্ড গড়বেন জকোভিচ। তার আগে এটিপি ১০০০ টুর্নামেন্ট সিনসিনাটি ওপেনে খেলবেন এই তারকা।
জকোভিচের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ আলকারাজ
প্যারিস অলিম্পিক্সে ডাবলসে নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলেন আলকারাজ। এই জুটি পদক জিততে পারেননি। সিঙ্গলসে জকোভিচের কাছে হেরে বিদায় নেন নাদাল। এবার তাঁর পার্টনার আলকারাজকেও হারিয়ে দিলেন জকোভিচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
উত্থিত পুরুষাঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল পোল, ফাইনালে উঠতে ব্যর্থ ফরাসি তারকা, ভাইরাল ভিডিও
মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, সেন্ট লুসিয়াকে প্রথম অলিম্পিক্স পদক জেতালেন জুলিয়েন আলফ্রেড
৪ বার রেকর্ড গড়ে সোনা! প্যারিস অলিম্পিক্সে অনন্য নজির ফরাসি সাঁতারুর