Olympics 2024: ইতিহাস গড়লেন ভারতের ভিনেশ ফোগাট, কুস্তির কোয়ার্টার ফাইনালে ভারত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ফের ইতিহাস ভারতের (India)। এবার কুস্তিতে নজির গড়লেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ফের ইতিহাস ভারতের (India)। এবার কুস্তিতে নজির গড়লেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)।

প্রথম রাউন্ডে যদিও পিছিয়ে পড়েন ভিনেশ। কিন্তু দুরন্ত লড়াই করে ফিরে আসেন তিনি। শেষ চার সেকেন্ডে অনবদ্য লড়াই করেন এই ভারতীয় তারকা। আর সেই সুবাদেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের প্রতিপক্ষ ইউ সুসাকিকে হারালেন ভিনেশ ফোগাট। সেইসঙ্গে, পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।

Latest Videos

প্যারিস অলিম্পিক্সে কার্যত অঘটন ঘটালেন এই ভারতীয় তারকা। বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত করলেন তিনি। একেবারে শেষমুহূর্তের একটি প্যাঁচেই বাজিমাৎ করলেন ভিনেশ। গোটা সময় পিছিয়ে থাকলেও শেষে জয় হাসিল করেন তিনি। ভিনেশ জেতেন ৩-২ পয়েন্টে।

শুরুতে যেভাবে তিনি শুরু করেন, তাতে মনে হয়নি তিনি জিততে পারবেন বলে। কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে যায়নি ভিনেশের। হয়ত সম্ভাব্য প্রতিপক্ষকে জেনেই আবেগ নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন তিনি। তবে শুরু থেকে কিছুটা পিছিয়েছিলেন তিনি।

সেইসঙ্গে, অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে থাকেন তিনি। এইজন্য রেফারি তাঁকে দুবার সতর্কও করেন। একটা সময় আসে যখন ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট না পেলে বিপক্ষ জাপান পয়েন্ট পেয়ে যেত। আর সেই দুবারই নির্দিষ্ট সময়ের মধ্যে পয়েন্ট পাননি ভিনেশ। ফলে, জাপানের কুস্তিগির ২-০ ব্যবধানে এগিয়ে যান।

ভিনেশের সময় কিন্তু ক্রমশই কমে কমছিল। স্বভাবতই উৎকণ্ঠা বাড়ছিল সমর্থকদের মধ্যেও। কিন্তু ফিরে এলেন তিনি। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই যেন সব বদলে গেল। বিপক্ষের ক্ষণিকের ভুলের সুযোগ নিয়ে তাঁকেই ম্যাটের বাইরে বের করে দিয়ে এক পয়েন্ট পেলেন।

তার সঙ্গে টেক ডাউন করে আরও দুই পয়েন্ট। শেষপর্যন্ত, ৩-২ পয়েন্টে জিতলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee