প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে সোনা, নতুন নজির হরবিন্দর সিংয়ের

টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বেশি হয়ে গিয়েছে। ২৫ পদকের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে ভারত।

Soumya Gangully | Published : Sep 4, 2024 7:02 PM IST / Updated: Sep 05 2024, 01:27 AM IST

ভারতের প্রথম প্যারা আর্চার হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন হরবিন্দর সিং। বুধবার পুুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনের ফাইনালে পোল্যান্ডের লুকাস সিসজেককে সহজেই হারিয়ে সোনা জিতলেন হরবিন্দর। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৬-০ জয় পেলেন। চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারতকে চতুর্থ সোনা এনে দিলেন হরবিন্দর। ফাইনালে প্রায় নিখুঁত পারফরম্যান্স দেখালেন এই ভারতীয় প্যারা আর্চার। প্রথম সেটে পরপর ৯, ১০ ও ৯ পয়েন্ট পান হরবিন্দর। তাঁর প্রতিদ্বন্দ্বী ৯, ৭ ও ৮ পয়েন্ট পান। দ্বিতীয় সেটে প্রথম দুই শটে ৯ পয়েন্ট করে নেন হরবিন্দর ও লুকাস। তৃতীয় শটে ১০ পয়েন্ট নেন হরবিন্দর। লুকাস ৯ পয়েন্ট পান। ফলে ৪-০ এগিয়ে যান হরবিন্দর। এরপর তৃতীয় সেটে ২ বার ১০ পয়েন্ট এবং একবার ৯ পয়েন্ট পান এই ভারতীয় প্যারা আর্চার। লুকাস ২ বার ৯ পয়েন্ট এবং একবার ৭ পয়েন্ট পান। ফলে সোনা জেতেন হরবিন্দর।

প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক হরবিন্দরের

Latest Videos

টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। এবার সোনা জিতলেন এই প্যারা আর্চার। প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে তৃতীয় পদক জিতল ভারত। মিক্সড টিম কম্পাউন্ড ওপেন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রাকেশ কুমার ও শীতল দেবী। এরপর সোনা জিতলেন হরবিন্দর

পিএইচডি করার ফাঁকেই প্যারালিম্পিক্সে সোনা

হরিয়ানার কৈঠাল জেলার অজিত নগর গ্রামের বাসিন্দা হরবিন্দর পাতিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করছেন। পড়াশোনার পাশাপাশি তিরন্দাজিও চালিয়ে যাচ্ছেন হরবিন্দর। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত হওয়া এশিয়ান প্যারা গেমসে সোনা জেতেন হরবিন্দর। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। করোনাভাইরাস অতিমারীর জেরে লকডাউনের সময় অনুশীলনের সুবিধার জন্য কৃষিজমিতে তিরন্দাজির পরিকাঠামো তৈরি করে দেন হরবিন্দরের বাবা। পরিবার থেকে এই সাহায্য পাওয়ায় হরবিন্দরের পক্ষে সাফল্য পাওয়া সহজ হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারালিম্পিক্সে ভারতের ২১-তম পদক, শট পাটে এশিয়ান রেকর্ড গড়ে রুপো সচিন খিলাড়ির

হাই জাম্পে রুপো, প্যারালিম্পিক্সে ভারতকে সপ্তম পদক জেতালেন নিশাদ কুমার

১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়, প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক প্রীতি পালের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নবান্ন নয় এবার কালীঘাটে বৈঠক, লাইভ স্ট্রিমিং-এর দাবি থেকে সরলেন জুনিয়র ডাক্তাররা! | RG Kar Protest
RG Kar Protest Live : কালীঘাটে ভেস্তে গেল মমতা-ডাক্তারদের সঙ্গে বৈঠক, দেখুন
হাত জড়ো করে বার বার অনুরোধ ডাক্তারদের! 'পাত্তা'ই দিল না কেউ, দেখুন | RG Kar Protest | Kalighat |
'আমি ওদেরকে চিনি না, জানি না, কোন সম্পর্ক নেই' বিস্ফোরক মন্তব্য Mamata Banerjee-এর | RG Kar Protest
'সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেফতার হতেই কী মিটিং বাতিল?' প্রশ্ন তুললেন জুনিয়র ডাক্তাররা | RG Kar