প্যারালিম্পিক্সে ভারতের ২১-তম পদক, শট পাটে এশিয়ান রেকর্ড গড়ে রুপো সচিন খিলাড়ির

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের শট পাট এফ ৪৬ ইভেন্টে রুপো জিতে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় সচিন। ১৬.৩২ মিটার থ্রো করে এশিয়ান রেকর্ড গড়লেও সোনা জয়ের লক্ষ্যে তা যথেষ্ট ছিল না।

Soumya Gangully | Published : Sep 4, 2024 9:27 AM IST / Updated: Sep 04 2024, 03:53 PM IST

অল্পের জন্য সোনা হাতছাড়া। প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের শট পাট এফ ৪৬ ইভেন্টে রুপো জিতলেন সচিন খিলাড়ি। ২০২৩ ও ২০২৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা সচিন বুধবার ১৬.৩২ মিটার থ্রো করে রুপো পেলেন। এশিয়ার কোনও প্যারা অ্যাথলিট এর আগে এই থ্রো করতে পারেননি। নতুন রেকর্ড গড়লেন সচিন। এই ইভেন্টে সোনা জিতলেন কানাডার গ্রেগ স্টেওয়ার্ট। তিনি ১৬.৩৮ মিটার থ্রো করেছেন। ব্রোঞ্জ জিতেছেন ক্রোয়েশিয়ার লুকা বাকোভিচ। তিনি ১৬.২৭ মিটার থ্রো করেন। এই ইভেন্টে ভারতের আরও দুই প্যারা অ্যাথলিট মহম্মদ ইয়াসির ও রোহিত কুমার ছিলেন। তাঁরা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৪.২১ মিটার থ্রো করে অষ্টম স্থানে শেষ করেন ইয়াসির। ১৪.১০ মিটার থ্রো করে নবম স্থানে থাকেন রোহিত।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অসাধারণ পারফরম্যান্স ভারতের

Latest Videos

চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখনও পর্যন্ত ১১টি পদক জিতেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেই সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত। প্যারালিম্পিক্স শুরু হওয়ার আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল না। কিন্তু এই ইভেন্টগুলিতেই সারা দেশকে গর্বিত করে তুললেন প্যারা অ্যাথলিটরা। সচিন সোনা জিতবেন বলে আশায় ছিল সারা দেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে সোনাজয়ী এই প্যারা অ্যাথলিট বুধবারও ভালো পারফরম্যান্স দেখান। তাঁর ৬টি থ্রোই ভালো হয়। দ্বিতীয় থ্রোয়ে সেরা পারফরম্যান্স দেখা যায়। কিন্তু অল্পের জন্য সচিনকে পিছনে ফেলে দিলেন কানাডার প্যারা অ্যাথলিট।

প্যারালিম্পিক্সে ২৫ পদকের লক্ষ্যে ভারত

প্যারিস প্যারালিম্পিক্সে ৮৪ জনের দল পাঠিয়েছে ভারত। এবার অন্তত ১০ সোনা-সহ ২৫ পদক জয়ের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিল ভারত। সেই লক্ষ্যমাত্রা পূরণ করার পথে প্যারা অ্যাথলিটরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাই জাম্পে রুপো, প্যারালিম্পিক্সে ভারতকে সপ্তম পদক জেতালেন নিশাদ কুমার

১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়, প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক প্রীতি পালের

প্যারালিম্পিক্সে পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে ফোনে কথা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024