কংগ্রেসে যোগদান, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ভিনেশ, বজরং

কুস্তিগীর হিসেবে রিংয়ে লড়াই করেছেন। মহিলাদের সম্মানরক্ষার জন্য দীর্ঘদিন পথে বসে আন্দোলন করেছেন। এবার রাজনীতির ময়দানে ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া।

প্যারিস অলিম্পিক্সের পর থেকেই জল্পনা চলছিল, কংগ্রেসে যোগ দেবেন কুস্তিগীর ভিনেশ ফোগট। বুধবার সেই জল্পনা সত্যি হল। একইসঙ্গে চমকও থাকল। শুধু ভিনেশই নন, তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দিলেন অপর এক কুস্তিগীর বজরং পুনিয়া। এই দুই কুস্তিগীরই হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হতে চলেছেন। জুলানা কেন্দ্রে প্রার্থী হতে পারেন ভিনেশ। এই কেন্দ্রে জননায়ক জনতা পার্টির প্রার্থী অমরজিৎ ধান্দার সঙ্গে ভিনেশের লড়াই হতে চলেছে। বলদি আসনে প্রার্থী হতে পারেন বজরং। এই কেন্দ্রে গতবার জয় পেয়েছিল কংগ্রেস। এবার সেই জেতা আসন ধরে রাখার জন্য লড়াই করবেন বজরং। এই দুই কুস্তিগীর হরিয়ানায় অত্যন্ত জনপ্রিয়। তাঁরা অন্যান্য কংগ্রেস প্রার্থীদের হয়েও প্রচারে যোগ দিতে পারেন। ভিনেশ ও বজরং প্রার্থী হওয়ায় এবার হরিয়ানায় ভালো ফলের আশায় কংগ্রেস।

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ

Latest Videos

বুধবার দুপুরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ভিনেশ ও বজরং। হরিয়ানা বিধানসভা নির্বাচনে এই দুই কুস্তিগীরের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে কংগ্রস। কয়েকদিন আগেই রাহুল বলেছেন, আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতা করতে চান।  আম আদমি পার্টি রাহুলের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। এই দুই দলের মধ্যে এখন আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ ও বজরং।

কৃষকদের আন্দোলনে যোগ দিয়ে 'ওয়ার্ম-আপ' ভিনেশের

কয়েকদিন আগেই শম্ভু সীমানায় কৃষকদের আন্দোলনের ২০০-তম দিনে তাঁদের পাশে থাকার বার্তা দেন ভিনেশ। তিনি জানান, কৃষক পরিবারে জন্ম হওয়ায় নিজেকে সৌভাগ্যবতী মনে করেন। তখনই জল্পনা শুরু হয়েছিল, রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কুস্তিগীর। বুধবার সেই জল্পনার অবসান হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Vote:ভোটের দিন বদলের আর্জি বিজেপির, কংগ্রেস বলল আগেই হার স্বীকার

হরিয়ানা বিধানসভা ভোটের দিন বদল, বিজেপির আবেদনের পরে নতুন দিন ঘোষণা কমিশনের

পরিবার চাইলেও হরিয়ানা সরকারের দেওয়া চাকরি নিচ্ছেন না, কী পরিকল্পনা সরবজ্যোতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি