প্যারালিম্পিক্সে জুডোয় প্রথম পদক, প্যারিসে ইতিহাস গড়লেন কপিল পারমার

অন্তত ২৫ পদকের লক্ষ্যে প্যারিস প্যারালিম্পিক্সে যোগ দিতে গিয়েছিলেন ভারতের প্যারা অ্যাথলিটরা। গেমস শেষ হওয়ার আগেই ভারতের এই লক্ষ্যপূরণ হয়ে গেল।

বৃহস্পতিবার প্যারালিম্পিক্সে প্রথমবার জুডোয় পদক জিতল ভারত। পুরুষদের ৬০ কেজি জে ১ ক্যাটিগরিতে ব্রোঞ্জ জিতলেন কপিল পারমার। বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের ম্যাচে ব্রাজিলের এলিয়েটন ডে অলিভিয়েরার বিরুদ্ধে মাত্র ৩৩ সেকেন্ডের মধ্যেই জয় পেলেন কপিল। ২৪ বছর বয়সি এই প্যারা অ্যাথলিট বৃহস্পতিবার ১০-০ জয় পেলেন কপিল। তাঁর ব্রোঞ্জ জয়ের ফলে চলতি প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ২৫। ৫ সোনা, ৯ রুপো, ১১ ব্রোঞ্জ জিতেছে ভারত। অসাধারণ লড়াই করে পদক জিতলেন কপিল। তাঁর এই পারফরম্যান্স ভারতের প্যারা গেমসের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ক্ষীণ দৃষ্টি নিয়েই পদক কপিলের

Latest Videos

প্যারালিম্পিক্সে জে ১ ক্যাটিগরিতে যে প্যারা অ্যাথলিটরা যোগ দেন, তাঁদের সবারই দৃষ্টিশক্তি বিশেষ ভালো নয়। কেউ একেবারেই দেখতে পান না, আবার কারও সামান্য দৃষ্টিশক্তি আছে। এই ক্যাটিগরিতে যে প্যারা অ্যাথলিটরা যোগ দেন, তাঁরা লড়াই শুরু হওয়ার আগে, ম্যাচ চলাকালীন, লড়াই শেষ হওয়ার পর সাহায্য দরকার হলে বিশেষ সঙ্কেত পাঠাতে পারেন। ২০২২ সালে এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কপিল। এবার প্যারালিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জিতলেন।

সাধারণ পরিবারের সন্তান কপিল

মধ্যপ্রদেশের সেহোরে জন্ম কপিলের। তাঁর বাবা ট্যাক্সিচালক। কপিলরা চার ভাই, এক বোন। ছোটবেলায় মাঠে খেলার সময় দুর্ঘটনাবশত জলের পাম্পে হাত দিয়ে বিদ্যুতের শক খান কপিল। এর ফলে তিনি কোমায় চলে যান। সুস্থ হয়ে উঠতে দীর্ঘ সময় লেগে যায়। এই দুর্ঘটনার ফলে কপিলের দৃষ্টিশক্তির ক্ষতি হয়। তবে প্যারা জুডো শুরু করার পর আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পাচ্ছেন কপিল। তিনি এখানেই থেমে থাকতে নারাজ। আরও সাফল্য অর্জন করাই এই প্যারা অ্যাথলিটের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারালিম্পিক্সে ক্লাব থ্রো ইভেন্টে সোনা ধরমবীরের, রুপো প্রণব সুরমার

প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে সোনা, নতুন নজির হরবিন্দর সিংয়ের

হাই জাম্পে রুপো, প্যারালিম্পিক্সে ভারতকে সপ্তম পদক জেতালেন নিশাদ কুমার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today