ঝগড়ার সময় গায়ে আগুন ধরিয়ে দেয় প্রেমিক, পুড়ে মৃত্যু উগান্ডার ম্যারাথন রানারের

Published : Sep 05, 2024, 03:07 PM ISTUpdated : Sep 05, 2024, 03:54 PM IST
Rebecca Cheptegei

সংক্ষিপ্ত

জমি বিবাদকে কেন্দ্র করে প্রেমিকের সাথে ঝগড়ার একপর্যায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় উগান্ডার অ্যাথলিট রেবেকা শেপতেগেইকে। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় কেনিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

প্রেমিক ডিকসন এনদিয়েমার সঙ্গে জমি নিয়ে ঝগড়া চলছিল। রবিবার সেই ঝগড়া চলাকালীন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল ডিকসন। কয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার হার মানলেন উগান্ডার অ্যাথলিট রেবেকা শেপতেগেই। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। কেনিয়ার এলডরেট শহরের এক হাসপাতালে এই অ্যাথলিটের চিকিৎসা চলছিল। সেখানেই ৩৩ বছর বয়সি এই অ্যথলিটের মৃত্যু হয়েছে। কেনিয়ার ট্রান্স-এনজইয়া কাউন্টির পুলিশ কম্যান্ডার জেরেমিয়া ওলে কসিয়ম জানিয়েছেন, ‘রেবেকা শেপতেগেই ও তাঁর প্রেমিক ডিকসন এনদিয়েমার মধ্যে জমি নিয়ে ঝগড়া চলছিল। রবিবার ঝগড়া চলাকালীন তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সেই সময় রেবেকার গায়ে তরল জাতীয় কিছু ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর প্রেমিক। তাঁর গায়েও আগুন ধরে গিয়েছে। যে হাসপাতালে রেবেকার চিকিৎসা চলছিল, সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তাঁর প্রেমিক। এখনও তাঁর চিকিৎসা চলছে।’

রেবেকার মৃত্যুতে শোকাহত উগান্ডা

'এক্স' হ্যান্ডলে উগান্ডার অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারে লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলিট রেবেকা শেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর পেয়েছি। প্রেমিকের বিদ্বেষপূর্ণ আক্রমণে রেবেকার মৃত্যু হয়েছে। ওর আত্মার শান্তিকামনা করছি। আমরা মহিলাদের প্রতি হিংসার কঠোর নিন্দা করছি। কাপুরুষোচিত ও বিবেকবুদ্ধিহীন হামলার ফলে এক মহান অ্যাথলিটকে হারালাম আমরা। ওকে চিরকাল সবাই স্মরণ করবেন।’

শোকস্তব্ধ রেবেকার পরিবার

রেবেকার বাবা-মা জানিয়েছেন, অনুশীলনের সুবিধার জন্যই তিনি ট্রান্স-এনজইয়া কাউন্টিতে থাকছিলেন। কিন্তু সেখানেই তাঁর মর্মান্তিক পরিণতি হল। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে বাড়িতে রেবেকা ও তাঁর প্রেমিক থাকছিলেন, সেই জমি নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। সেই ঝগড়ার পরিণিতিতেই রেবেকাকে খুন করলেন তাঁর প্রেমিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

যৌন নির্যাতনের অভিযোগ, প্যারিস অলিম্পিক্স চলাকালীন গ্রেফতার মিশরের কুস্তিগীর

প্যারিস অলিম্পিক্স গেমস ভিলেজে বোনের কুকীর্তি, বিতাড়িত অন্তিম পাংহাল

অলিম্পিক্স উদ্বোধনের আগেই বিতর্ক, ডোপিংয়ের দায়ে নির্বাসিত রোমানিয়ার অ্যাথলিট

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত