ঝগড়ার সময় গায়ে আগুন ধরিয়ে দেয় প্রেমিক, পুড়ে মৃত্যু উগান্ডার ম্যারাথন রানারের

জমি বিবাদকে কেন্দ্র করে প্রেমিকের সাথে ঝগড়ার একপর্যায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় উগান্ডার অ্যাথলিট রেবেকা শেপতেগেইকে। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় কেনিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

প্রেমিক ডিকসন এনদিয়েমার সঙ্গে জমি নিয়ে ঝগড়া চলছিল। রবিবার সেই ঝগড়া চলাকালীন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল ডিকসন। কয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার হার মানলেন উগান্ডার অ্যাথলিট রেবেকা শেপতেগেই। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। কেনিয়ার এলডরেট শহরের এক হাসপাতালে এই অ্যাথলিটের চিকিৎসা চলছিল। সেখানেই ৩৩ বছর বয়সি এই অ্যথলিটের মৃত্যু হয়েছে। কেনিয়ার ট্রান্স-এনজইয়া কাউন্টির পুলিশ কম্যান্ডার জেরেমিয়া ওলে কসিয়ম জানিয়েছেন, ‘রেবেকা শেপতেগেই ও তাঁর প্রেমিক ডিকসন এনদিয়েমার মধ্যে জমি নিয়ে ঝগড়া চলছিল। রবিবার ঝগড়া চলাকালীন তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সেই সময় রেবেকার গায়ে তরল জাতীয় কিছু ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর প্রেমিক। তাঁর গায়েও আগুন ধরে গিয়েছে। যে হাসপাতালে রেবেকার চিকিৎসা চলছিল, সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তাঁর প্রেমিক। এখনও তাঁর চিকিৎসা চলছে।’

রেবেকার মৃত্যুতে শোকাহত উগান্ডা

Latest Videos

'এক্স' হ্যান্ডলে উগান্ডার অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারে লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলিট রেবেকা শেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর পেয়েছি। প্রেমিকের বিদ্বেষপূর্ণ আক্রমণে রেবেকার মৃত্যু হয়েছে। ওর আত্মার শান্তিকামনা করছি। আমরা মহিলাদের প্রতি হিংসার কঠোর নিন্দা করছি। কাপুরুষোচিত ও বিবেকবুদ্ধিহীন হামলার ফলে এক মহান অ্যাথলিটকে হারালাম আমরা। ওকে চিরকাল সবাই স্মরণ করবেন।’

শোকস্তব্ধ রেবেকার পরিবার

রেবেকার বাবা-মা জানিয়েছেন, অনুশীলনের সুবিধার জন্যই তিনি ট্রান্স-এনজইয়া কাউন্টিতে থাকছিলেন। কিন্তু সেখানেই তাঁর মর্মান্তিক পরিণতি হল। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে বাড়িতে রেবেকা ও তাঁর প্রেমিক থাকছিলেন, সেই জমি নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। সেই ঝগড়ার পরিণিতিতেই রেবেকাকে খুন করলেন তাঁর প্রেমিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

যৌন নির্যাতনের অভিযোগ, প্যারিস অলিম্পিক্স চলাকালীন গ্রেফতার মিশরের কুস্তিগীর

প্যারিস অলিম্পিক্স গেমস ভিলেজে বোনের কুকীর্তি, বিতাড়িত অন্তিম পাংহাল

অলিম্পিক্স উদ্বোধনের আগেই বিতর্ক, ডোপিংয়ের দায়ে নির্বাসিত রোমানিয়ার অ্যাথলিট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতের পর প্রতিক্রিয়া Abhijit Ganguly-র
Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল