প্যারালিম্পিক্সে ক্লাব থ্রো ইভেন্টে সোনা ধরমবীরের, রুপো প্রণব সুরমার

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের প্যারা অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে অনেক বেশি পদক পেল ভারত।

প্যারিস প্যারালিম্পিক্সে ফের একই ইভেন্টে জোড়া পদক জিতল ভারত। বুধবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে পুরুষদের ক্লাব থ্রো এফ ৫১ ইভেন্টে সোনা জিতলেন ধরমবীর। রুপো জিতলেন প্রণব সুরমা। ব্রোঞ্জ জিতলেন সার্বিয়ার জেলিজকো দিমিত্রিজেভিচ। ৩৪.৯২ থ্রো করে সোনা জিতলেন ধরমবীর। ৩৪.৫৯ থ্রো করে রুপো জিতলেন প্রণব। ৩৪.১৮ থ্রো করে ব্রোঞ্জ জিতলেন জেলিজকো। প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতল ভারত। প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথমবার একই ইভেন্টে সোনা ও রুপো জিতল ভারত। এর আগে একই ইভেন্টে প্রথম দুই স্থানে ভারতীয়রা থাকতে পারেননি। ধরমবীর ও প্রণব পদক জেতায় চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা হল ২৪। টোকিও প্যারালিম্পিক্সে ৫ সোনা-সহ ১৯ পদক জিতেছিল ভারত। এবার প্যারিস প্যারালিম্পিক্সে ৫ সোনা-সহ ২৪ পদক হয়ে গেল। সোনার সংখ্যা বাড়ানোই ভারতের প্যারা অ্যাথলিটদের লক্ষ্য।

অল্পের জন্য রক্ষা পেল রেকর্ড

Latest Videos

প্যারালিম্পিক্সে পুরুষদের ক্লাব থ্রো এফ ৫১ ইভেন্টে সেরা পারফরম্যান্স ৩৫.৪২। এই ইভেন্টে বিশ্বরেকর্ড ৩৬.২২। এই দুই রেকর্ডের কাছাকাছি গিয়েও নতুন রেকর্ড গড়তে পারলেন না ধরমবীর। তাঁর পাশাপাশি প্রণবও ভালো পারফরম্যান্স দেখালেন। বুধবার রাতে ফাইনালে ছিলেন অপর এক ভারতীয় অমিত কুমার সারোহা। তাঁর পক্ষে অবশ্য পদক জয়ের ধারেকাছে পৌঁছনো সম্ভব হয়নি। ২৩.৯৬ থ্রো করে সবার শেষে থাকলেন অমিত।

খারাপ শুরু করেও সোনা ধরমবীরের

বুধবার রাতে ফাইনালের শুরুটা ভালোভাবে করতে পারেননি ধরমবীর। তাঁর প্রথম চার থ্রো-ই ফাউল হয়। কিন্তু ছন্দ ফিরে পাওয়ার পর আর কেউ তাঁকে থামাতে পারেননি। শীর্ষে পৌঁছে যাওয়ার পর সেই অবস্থান ধরে রাখেন ধরমবীর। তিনি ১০ বছর ধরে প্যারা অ্যাথলেটিক্স চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথম প্যারালিম্পিক্সে সোনা জিতলেন। প্রণবও ফাইনালে ভালো পারফরম্যান্স দেখালেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারালিম্পিক্সে ভারতের ২১-তম পদক, শট পাটে এশিয়ান রেকর্ড গড়ে রুপো সচিন খিলাড়ির

প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে সোনা, নতুন নজির হরবিন্দর সিংয়ের

১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়, প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক প্রীতি পালের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি