কংগ্রেসে যোগদানের জল্পনা, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন ভিনেশ ফোগট?

Published : Aug 24, 2024, 12:06 AM ISTUpdated : Aug 24, 2024, 12:24 AM IST
Vinesh Phogat Receives Welcome

সংক্ষিপ্ত

কুস্তিগীর ভিনেশ ফোগটের কংগ্রেসে যোগদানের জল্পনা ছড়িয়ে পড়েছে। হুডার সঙ্গে তাঁর সাক্ষাতের পর এই জল্পনা আরও বেড়েছে।

হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হবেন কুস্তিগীর ভিনেশ ফোগট? তাঁকে নিয়ে এই জল্পনা তৈরি হয়েছে। ১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগেই কংগ্রেসে যোগ দিতে পারেন ভিনেশ। তিনি শুক্রবার হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এরপরেই ভিনেশের কংগ্রেসে যোগদানের জল্পনা বেড়েছে। এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি ভিনেশ। তবে তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা উড়িয়ে দেননি হুডা। এই প্রবীণ রাজনীতিবিদ বলেছেন, ‘ভিনেশ ফোগট যদি কংগ্রেসে যোগ দিতে চান, তাহলে আমরা তাঁকে স্বাগত জানাব। একজন অ্যাথলিট কোনও দল বা রাজ্যের হন না। একজন অ্যাথলিট সারা দেশের। ভিনেশ ফোগটও সারা দেশের। দলে যোগ দেবেন কি না সেই সিদ্ধান্ত ওঁরই। যিনিই কংগ্রেস দলে যোগ দিতে চান, আমরা তাঁকে স্বাগত জানাই। তিনি কংগ্রেসে যোগ দেবেন কি না তাঁর ব্যাপার।’

হরিয়ানার রাজনীতিতে প্রভাব ফেলবেন ভিনেশ?

হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা হুডা। ফলে তিনিই আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সেনাপতি। ভিনেশ যদি কংগ্রেসে যোগ দেন, তাহলে তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে উত্তর ভারতের এই রাজ্যে ক্ষমতায় ফেরার চেষ্টা করবে কংগ্রেস।

ভিনেশের সঙ্গে নিয়মিত দেখা যাচ্ছে কংগ্রেস নেতাদের

প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার পর ১৭ অগাস্ট দেশে ফেরেন ভিনেশ। সেই সময় থেকেই তাঁর পাশে কংগ্রেস নেতাদের দেখা যাচ্ছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিনেশকে স্বাগত জানাতে রাজনীতিবিদদের মধ্যে গিয়েছিলেন একমাত্র রোহতকের সাংসদ দীপেন্দর হুডা। তিনি ভিনেশকে হনুমানের গদা উপহার দেন। এরপর হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভিনেশ। ফলে তাঁর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০৩২ পর্যন্ত খেলার পরিকল্পনা, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন ভিনেশ ফোগট?

ভিনেশ ফোগট বাতিল হওয়ার পর আন্তর্জাতিক কুস্তিতে ওজন সংক্রান্ত নিয়মে বদল আসছে?

'আর লড়াইয়ের ক্ষমতা নেই' ক্ষমা চেয়ে অবসর ঘোষণা ভিনেশ ফোগাটের, বোমা ফাটালেন শশী থারুর

PREV
click me!

Recommended Stories

IPL 2026: এবার আইপিএলে এআই-এর প্রবেশ? গুগল জেমিনির সঙ্গে বিসিসিআই-এর রেকর্ড অঙ্কের চুক্তি
IND vs NZ T20 Series: টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজ, পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত? বড় ইঙ্গিত দিলেন সূর্য