শীঘ্রই ভারতের মাটিতে অলিম্পিক্স, মার্কিন সফরে গিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

এবার কি ভারতে (India) বসতে চলেছে অলিম্পিক্সের (Olympics) আসর? অন্তত সেইরকমই ইঙ্গিত দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এবার কি ভারতে (India) বসতে চলেছে অলিম্পিক্সের (Olympics) আসর? অন্তত সেইরকমই ইঙ্গিত দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

প্রসঙ্গত, তিনদিনের জন্য আমেরিকা সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কোয়াডের সামিট বৈঠকে অংশ নিয়েছেন তিনি। পরে নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁর মুখে শোনা গেল ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজনের কথা।

Latest Videos

জানিয়ে দিলেন, আগামী ২০৩৬ সালের অলিম্পিক্স এদেশে আয়োজন করার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভারত। দেড় মাস আগেই শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স। সেখান থেকে ভারতের ঝুলিতে এসেছে মাত্র ৬টি পদক। যদিও তারপরে অনুষ্ঠিত হওয়া প্যারালিম্পিক্সে (Paralympics) অনেক বেশি সাফল্য পেয়েছে ভারত।

মোট ৭টি সোনা সহ জিতেছে ২৯টি পদক। অপরদিকে পরবর্তী অলিম্পিক্সের আসর বসছে আমেরিকাতে। আগামী ২০২৮ সালের অলিম্পিক্স অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। আর সেই দেশে দাঁড়িয়েই মোদি দিলেন বড় বার্তা। কথা বললেন ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজন নিয়ে।

নিউ ইয়র্কের নাসাউ কলিসিয়ামে তিনি জানান, “ভারত সবসময় বড় স্বপ্ন দেখে। বড় স্বপ্নর পিছনে ধাওয়া করে। কয়েকদিন আগেই প্যারিসে অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছে। পরের অলিম্পিক্স হবে আমেরিকায়। খুব তাড়াতাড়ি ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখবে বিশ্ব। আগামী ২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে আয়োজন করার জন্য সবকিছু দিয়ে চেষ্টা করছি আমরা।”

সেইসঙ্গে, মোদির মুখে উঠে আসে আইপিএল-এর জনপ্রিয়তার কথাও। তিনি বলেন, “আজ আইপিএল বিশ্বের দশটি সেরা লিগের মধ্যে অন্যতম।” তাঁর কথায়, বর্তমান সরকার অ্যাথলিটদের যথেষ্ট গুরুত্ব দেয়। ক্রীড়া সংস্কৃতি ও খেলাধুলো কেন্দ্রিক সমাজ তৈরি করার পথে এখন ভারত এগিয়ে চলেছে।

ফলে, ভারতে অলিম্পিক্স আয়োজনের সম্ভাবনা প্রবল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia