ফুটবল, জিমন্যাস্টিকস, রেসলিং, সব খেলার তারকাদের নামই জড়িয়েছে যৌন কেলেঙ্কারিতে

ক্রীড়াবিদরা যেমন জনপ্রিয়তা, খ্যাতি, অর্থ পান তেমনই অনেক সময় বিড়ম্বনাতেও পড়তে হয় তাঁদের। সবসময়ই যে ক্রীড়াবিদরা নৈতিকভাবে ঠিক থাকেন এমন নয়। অনেক বিখ্যাত ক্রীড়াবিদই অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েন। এর ফলও ভোগ করতে হয় তাঁদের।

Web Desk - ANB | Published : Mar 4, 2023 12:14 PM
16
জাতীয় দলের সতীর্থর ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেছিলেন করিম বেঞ্জেমা

নাবালিকার সঙ্গে যৌন সংসর্গ, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, সতীর্থকে ব্ল্যাকমেল, নানা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে করিম বেঞ্জেমার। ২০১৫ সালে বেঞ্জেমা ও ফ্রান্সের জাতীয় দলের তৎকালীন সতীর্থ ফ্যাঙ্ক রিবেরি মিলে সহ-খেলোয়াড় ম্যাথু ভালবুয়েনা ও তাঁর বান্ধবীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার ইউরো দাবি করেন। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর জাতীয় দল থেকে নির্বাসিত হন বেঞ্জেমা।

26
যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডোরও

২০০৮ সালে এসি মিলানে খেলার সময় চোট পেয়ে দেশে ফিরে রিও ডি জেনেইরোতে একটি পার্টি আয়োজন করেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডো। সেই পার্টিতে তিনজন রূপান্তরকামী মহিলা ছিলেন। হঠাৎ হোটেলের ঘরে তুমুল বচসা শুরু হয়। পুলিশ গিয়ে রোনাল্ডোকে আটক করে।

36
'জন টেরি হইতে সাবধান', একসময় সতর্ক করে দেওয়া হত চেলসির সব ফুটবলারকে

ইংল্যান্ড ও চেলসির প্রাক্তন ডিফেন্ডার জন টেরি ফুটবলার হিসেবে বিখ্যাত ছিলেন। কিন্তু যৌন কেলেঙ্কারিতেও তিনি কম যেতেন না। সতীর্থ ওয়েন ব্রিজের স্ত্রী ভ্যানেসা পেরোনসেলের সঙ্গে সম্পর্কে জড়ান টেরি। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভ্যানেসা। তিনি গর্ভপাতও করান। টেরির স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। সেই সময় চেলসির সব ফুটবলারকেই পরামর্শ দেওয়া হত, 'স্ত্রী বা বান্ধবীর সঙ্গে টেরিকে আলাপ করাতে হলে সাবধান।'

46
সবচেয়ে কাছের বন্ধুর স্ত্রীর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়ান রেসলিং তারকা হাল্ক হগান

পেশাদার রেসলিং তারকা হাল্ক হগানের জীবনে একাধিক কেলেঙ্কারি আছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হল সবচেয়ে কাছের বন্ধুর স্ত্রীর সঙ্গে যৌন সংসর্গে জড়িয়ে পড়া। হাল্কের সেই বন্ধুই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনেন। হাল্কা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তাঁর সাফাই ধোপে টেকেনি।

56
রিও অলিম্পিক্স চলাকালীন অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে ভিডিও চ্য়াটের সময় অশালীন আচরণ ব্রাজিলিয়ান জিমন্যাস্টের

রিও অলিম্পিক্স চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জিমন্যাস্ট আর্থার মারিয়ানো এক মহিলার সঙ্গে ভিডিও চ্যাটের সময় অশালীন আচরণ করছেন। সেই অলিম্পিক্সেই ফ্লোর এক্সারসাইজে ব্রোঞ্জ জেতেন আর্থার।

66
সতীর্থর মায়ের সঙ্গে যৌন সংসর্গ জড়িয়ে পড়েছিলেন এনবিএ তারকা ডেলন্তে ওয়েস্ট

২০০৯-১০ মরসুম চলাকালীন এনবিএ দল ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সের সতীর্থ লেব্রন জেমসের মায়ের সঙ্গে যৌন সংসর্গে জড়িয়ে পড়েন ডেলন্তে ওয়েস্ট। এই ঘটনায় মার্কিন ক্রীড়াজগতে তোলপাড় শুরু হয়। ওয়েস্ট অবশ্য এই ঘটনা অস্বীকার করেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos