খেলছেন কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়ান ওপেনে, চ্যাম্পিয়নশিপই লক্ষ্য সানিয়ার

চলতি অস্ট্রেলিয়ান ওপেনই ভারতের সফলতম মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়ান ওপেন। এরপর ফেব্রুয়ারিতে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন হায়দরাবাদের টেনিস-সুন্দরী। 

Web Desk - ANB | Published : Jan 21, 2023 11:32 AM
110
অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে সানিয়া মির্জা

কাজাকস্তানের অ্যানা ড্যানিলিনাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন সানিয়া মির্জা। রবিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন তাঁরা।

210
এবারের অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়া মির্জার কেরিয়ারের শেষ বড় টুর্নামেন্ট

আগামী মাসেই পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছেন সানিয়া মির্জা। তার আগে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা।

310
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে অষ্টম বাছাই সানিয়া মির্জা-অ্যানা ড্যানিলিনা জুটি

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে অষ্টম বাছাই জুটি হিসেব খেলছেন সানিয়া মির্জা ও অ্যানা ড্যানিলিনা।

410
২ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া, আরও একবার জিততে মরিয়া তিনি

২০০৯ সালে মিক্সড ডাবলসে এবং ২০১৬ সালে মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া। গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নেওয়ার আগে শেষবার চ্যাম্পিয়ন হওয়াই ভারতের সফলতম মহিলা টেনিস খেলোয়াড়ের লক্ষ্য।

510
সানিয়া মির্জা গত বছরই অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন, তবে চোটের জন্য বেশ কিছুদিন খেলতে না পারায় পরিকল্পনা বদলান

সানিয়া মির্জা জানিয়েছেন, তিনি কোনও প্রতিযোগিতায় না খেলে টেনিসকে বিদায় জানাতে চাইছিলেন না। সেই কারণেই গত বছর অবসর নেওয়ার পরিকল্পনা থাকলেও অবসর পিছিয়ে দিয়েছেন। তবে এবার তিনি আর অবসর পিছিয়ে দেবেন না।

610
৬ বছর বয়স থেকে টেনিস খেলা শুরু সানিয়া মির্জার, ৩৬ বছর বয়সে অবসর নিচ্ছেন

৬ বছর বয়সে হায়দরাবাদের নিজাম ক্লাবে টেনিস খেলা শুরু করেন সানিয়া মির্জা। পেশাদার হিসেবে তিনি অনেক সাফল্য পেয়েছেন। এবার ৩৬ বছর বয়সে অবসর নিচ্ছেন তিনি।

710
সব গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টই অন্তত একবার করে জিতেছেন সানিয়া মির্জা

মহিলাদের ডাবলস হোক বা মিক্সড ডাবলস, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউ এস ওপেনে অন্তত একবার করে চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া মির্জা।

810
সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলেও বিশ্বের সেরা ৩০ জন খেলোয়াড়ের মধ্যে জায়গা পেয়েছিলেন সানিয়া মির্জা

গ্র্যান্ড স্ল্যাম খেলা শুরু করার কিছুদিনের মধ্যেই ডব্লুটিএ র‍্যাঙ্কিংয়ে ৩০ জনের মধ্যে জায়গা পেয়েছিলেন সানিয়া মির্জা। তবে তাঁর পক্ষে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়নি।

910
অবসর নেওয়ার পর ছেলের সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন সানিয়া মির্জা

টেনিস থেকে অবসর নিয়ে ছেলের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি দুবাইয়ে নিজের অ্যাকাডেমি নিয়েও ব্যস্ত থাকবেন সানিয়া মির্জা।

1010
শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা অব্যাহত

স্বামী শোয়েব মালিকের সঙ্গে অনেকদিন ধরেই থাকছেন না সানিয়া মির্জা। তাঁদের বিবাহ বিচ্ছেদ হবে বলেও শোনা যাচ্ছে। পাকিস্তানের এক মডেলই সানিয়া-শোয়েবের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছেন বলে শোনা যাচ্ছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos