টেনিস কোর্ট থেকে অনেক দূরে, সন্তানকে নিয়েই সময় কাটছে মারিয়া শারাপোভার
রাশিয়ার টেনিস-সুন্দরী মারিয়া শারাপোভার সঙ্গে এখন আর খেলার বিশেষ সম্পর্ক নেই। টেনিস কোর্টে আর দেখা যায় না মাশাকে। এই তারকা এখন প্রাক্তনের দলে। স্বামী-সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন শারাপোভা। সন্তানের দেখভাল, ঘরের কাজ করেই সময় কাটছে তাঁর।
অস্ট্রেলিয়ান ওপেনে লড়াই করছেন টেনিস তারকারা, কোর্ট থেকে অনেক দূরে মাশা
কয়েক বছর আগেও গ্র্যান্ড স্ল্যাম বা ডব্লুটিএ প্রতিযোগিতা চলাকালীন তাঁকে দেখার জন্যই ভিড় জমাতেন টেনিসপ্রেমীরা। কিন্তু এখন আর কোর্টে দেখা যায় না মারিয়া শারাপোভাকে। তিনি খেলা থেকে অনেক দূরে।
গত বছর সন্তানের জন্ম দিয়েছেন মারিয়া শারাপোভা, তিনি এখন ছেলেকে নিয়েই ব্যস্ত
গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় মারিয়া শারাপোভা ঘোষণা করেন, তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তারপর থেকে সন্তানকে নিয়েই সময় কাটছে এই প্রাক্তন টেনিস তারকার।
১৮ বছর বয়সে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় হয়েছিলেন মারিয়া শারাপোভা
২০০৫ সালের ২২ আগস্ট ১৮ বছর বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হন মারিয়া শারাপোভা। তিনি ২১ সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিলেন।
রাশিয়ার প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর হন মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভার আগে রাশিয়ার কোনও মহিলা টেনিস খেলোয়াড় বিশ্বের এক নম্বর হতে পারেননি। শারাপোভা ২০১২ সালের ১১ জুন শেষবার বিশ্বের এক নম্বর হন। তিনি সে বছরেরই ৮ জুলাই পর্যন্ত শীর্ষস্থানে ছিলেন।
২০১৬ সালে নিষিদ্ধ মাদক সেবন করার দায়ে নির্বাসিত হয়েছিলেন মারিয়া শারাপোভা
২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ডোপ টেস্টে ধরা পড়েন মারিয়া শারাপোভা। মেলডোনিয়াম নামে একটি নিষিদ্ধ বস্তু সেবন করার দায়ে তাঁকে নির্বাসিত করা হয়। পরে অবশ্য নির্বাসন কাটিয়ে কোর্টে ফেরেন মাশা।
২০০১ থেকে ২০২০ পর্যন্ত দাপটের সঙ্গে পেশাদার টেনিস খেলেছেন মারিয়া শারাপোভা
খেলোয়াড় জীবনে অত্যন্ত জনপ্রিয় ছিলেন মারিয়া শারাপোভা। তিনি সাফল্যও পেয়েছেন। তবে অনেকেই মনে করেন, আরও সাফল্য পেতে পারতেন এই তারকা। প্রতিভা অনুযায়ী তিনি ততটা সাফল্য পাননি।
মোট ৫ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মারিয়া শারাপোভা। ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ২ বার। উম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউ এস ওপেনও জিতেছেন। ২০১২ সালের অলিম্পিক্সে রুপো জেতেন তিনি।
মারিয়া শারাপোভা জানিয়েছেন, ২০০২ তাঁর খুব ভালো কেটেছে, তিনি চান ২০২৩ আরও ভালো কাটুক
গত বছর ছেলে থিওডোরের জন্ম হয়েছে। সেই কারণে ২০২২ মারিয়া শারাপোভার কাছে স্মরণীয় বছর। তিনি চাইছেন ২০২৩ আরও ভালো কাটুক। সবার কাছে শুভেচ্ছা প্রার্থনা করেছেন এই প্রাক্তন টেনিস তারকা।
টেনিস থেকে অবসর নেওয়ার পর ব্যবসায় মন দিয়েছেন বলে জানিয়েছেন মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি টেনিস থেকে অবসর নেওয়ার পর ব্যবসা করছেন। মা হওয়া তাঁর স্বপ্ন ছিল। সন্তানের জন্ম দিতে পেরে তিনি খুশি। ব্যবসা ও ছেলেকে নিয়েই সময় কাটছে তাঁর।