ভারতীয় কুস্তি ফেডারশনের নির্বাচনের পরেও ডামাডোল থামছে না। বরং নতুন করে আন্দোলন শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফলে ভারতীয় কুস্তি প্রশাসন যে তিমিরে ছিল সেখানেই রয়ে গেল।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিং থাকলে অবসর নেবেন। এমনই কড়া বার্তা দিলেন রিও অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক। ভারতের একমাত্র মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছেন সাক্ষী। তিনি কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা-সহ একাধিক কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগে সরব হন। যন্তর মন্তরে আন্দোলনেও সামিল হন সাক্ষী। বৃহস্পতিবার কুস্তি ফেডারেশনের নির্বাচনে ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় জেতায় কুস্তিগীরদের অনেকেরই আশঙ্কা, তাঁদের অভিযোগের সুবিচার হবে না। এই কারণেই সাক্ষীর মতো কুস্তিগীররা এই নির্বাচনের ফল মানতে পারছেন না। তাঁরা সরব হয়েছেন। ব্রিজভূষণের অবশ্য দাবি, কুস্তি ফেডারেশনের নির্বাচনের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
সাংবাদিক বৈঠকে সরব সাক্ষী
বৃহস্পতিবার নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক বৈঠকে সাক্ষী বলেন, 'আমরা ৪০ দিন ধরে রাস্তায় শুয়েছিলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আমাদের সমর্থন করতে এসেছিলেন। ব্রিজভূষণের ব্যবসায়িক সহযোগী ও ঘনিষ্ঠ সহযোগী যদি ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, তাহলে আমি কুস্তি ছেড়ে দিচ্ছি।' সোশ্যাল মিডিয়া পোস্টে সাক্ষী বলেছেন, ‘আমি দেশের জন্য যত পদক জিতেছি, সে সবই আপনাদের আশীর্বাদে পেয়েছি। আমি চিরকাল দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকব। কুস্তিকে বিদায় জানাচ্ছি।’
মহিলা প্রধান চাইছেন সাক্ষী
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান হিসেবে একজন মহিলাকে দেখতে চাইছেন সাক্ষী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা মহিলা সভাপতির দাবি জানিয়েছি। একজন মহিলা সভাপতি থাকলে কাউকে হেনস্থা করা হবে না। কিন্তু অতীতে কখনও মহিলারা কুস্তি ফেডারেশনের নির্বাচনে যোগ দেননি। এবারও তালিকা দেখলে বোঝা যাবে, কোনও মহিলাকেই পদাধিকারী করা হয়নি। আমরা পূর্ণ শক্তি নিয়ে লড়াই করেছি। আমাদের এই লড়াই চলবে। নতুন প্রজন্মের কুস্তিগীরদের লড়াই করতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Wrestling Federation of India: কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং
Antim Panghal: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন অন্তিম পাংহালের
কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে মেরি কম