২০২৩ সালে সারা বিশ্বে ক্রীড়াক্ষেত্রে নানা উল্লেখযোগ্য ঘটনা দেখা গেল। তারকা ক্রীড়াবিদের বিদায় যেমন দেখেছে বিশ্ব, তেমনই নতুন তারকার উত্থানের সাক্ষীও থেকেছে।
২০২৩ সালে বিভিন্ন খেলায় ভারতীয়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক স্তরে সাফল্য এসেছে। এবারই এশিয়ান গেমসে সবচেয়ে বেশি সাফল্য এসেছে। ফলে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের আগে আশাবাদী হয়ে উঠেছে ক্রীড়ামহল। অলিম্পিক্সেও ভালো ফলের আশায় সারা দেশ। অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, শ্যুটিং, হকির মতো খেলায় পদক জয়ের আশা তৈরি হয়েছে। ২০২৮ সালের অলিম্পিক্সে থাকবে ক্রিকেট। ফলে সেই অলিম্পিক্সে ক্রিকেট থেকেও পদকের আশায় থাকবে দেশ। তবে আপাতত প্যারিস অলিম্পিক্সের দিকে তাকিয়ে ক্রীড়ামহল। ফিরে দেখা যাক ২০২৩ সালে খেলার দুনিয়ায় সেরা ১০ ঘটনা-
এশিয়ান গেমস ২০২৩
এবারের এশিয়ান গেমসেই প্রথমবার ১০০-র বেশি পদক পেয়েছে ভারত। ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ-সহ মোট ১০৭টি পদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ক্রিকেট থেকেও সোনা এসেছে। সোনা জিতেছেন নীরজ চোপড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতীয়দের পারফরম্যান্স উল্লেখযোগ্য।
ওডিআই বিশ্বকাপ ২০২৩
এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত। ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেন বিরাট কোহলি। সবচেয়ে বেশি উইকেট নেন মহম্মদ শামি।
বিরাট কোহলির রেকর্ড
এবারের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে নতুন রেকর্ড গড়লেন বিরাট। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে তিনি সবচেয়ে বেশি শতরান করলেন। ওডিআই ফর্ম্যাটে ৫০টি শতরান হয়ে গেল বিরাটের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। কিন্তু শেষরক্ষা হল না। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হল ভারতীয় দল। প্রথমবার টেস্টে বিশ্বসেরা হল প্যাট কামিন্সের দল।
সানিয়া মির্জার অবসর
দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার পরেই পাকাপাকিভাবে পেশাদার টেনিস থেকে সরে গেলেন সানিয়া মির্জা। তবে র্যাকেট তুলে রাখার আগে লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলেন ভারতের সফলতম মহিলা টেনিস খেলোয়াড়। তাঁর প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে পাল্টা ধন্যবাদ জানান সানিয়া।
কিশোর জেনার উত্থান
এবারের এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে নীরজের সঙ্গে অসাধারণ লড়াই করেন কিশোর জেনা। নীরজ সোনা জেতেন এবং কিশোর রুপো পান। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে অন্যতম সেরা পারফরম্যান্স কিশোরের। তিনি অলিম্পিক্সে সোনা জেতার আশায়।
কুস্তিতে তীব্র ডামাডোল
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। দিল্লির যন্তর মন্তরের পাশাপাশি কলকাতাতেও আন্দোলন হয়। ক্রীড়াবিদদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও দেখা যায়। সারা দেশ এই ঘটনার নিন্দায় সরব হয়। শেষপর্যন্ত সরকারের হস্তক্ষেপে পদ ছাড়তে বাধ্য হয়েছেন ব্রিজভূষণ।
আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান
বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ২০২২-২৩ মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান। দল চ্যাম্পিয়ন হওয়ার পরেই নাম বদলে মোহনবাগান সুপার জায়ান্ট করার কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা। 'এটিকে' সরে যাওয়ায় খুশি মোহনবাগান সমর্থকরা।
আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখালেন রবীন্দ্র জাদেজা। চোট নিয়ে খেলেও দলকে সাফল্য এনে দিলেন মহেন্দ্র সিং ধোনি।
ফের ব্যালন ডি'অর মেসির
অষ্টমবার ব্যালন ডি'অর জিতলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের পর তিনিই এই পুরস্কার জেতার সবচেয়ে বড় দাবিদার ছিলেন। আর্লিং হ্যালান্ড ও কিলিয়ান এমবাপেকে পিছনে ফেলে দিলেন মেসি।