WFI Controversy: চাপের মুখে হস্তক্ষেপ, কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত পদাধিকারীদের সাসপেন্ড ক্রীড়ামন্ত্রকের

Published : Dec 24, 2023, 03:24 PM ISTUpdated : Dec 24, 2023, 04:32 PM IST
WFI Controversy

সংক্ষিপ্ত

ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফের প্রতিবাদে সরব হয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এই পরিস্থিতিতে সক্রিয় হল কেন্দ্রীয় সরকার।

নির্বাচিত হওয়ার পর কাজ শুরু করার আগেই সাসপেন্ড হলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের পদাধিকারীরা। রবিবার ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত পদাধিকারীদের সাসপেন্ড করার কথা জানানো হয়েছে। সঞ্জয়দের বিরুদ্ধে কুস্তি ফেডারেশনের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। নির্বাচিত হওয়ার পরেই কুস্তি ফেডারেশনের নতুন পদাধিকারীরা জাতীয় প্রতিযোগিতা আয়োজন করার কথা ঘোষণা করেন। প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের জন্মস্থান গোন্ডায় জাতীয় প্রতিযোগিতা আয়োজন করার কথা জানানো হয়। কুস্তি ফেডারেশনের এই ঘোষণায় নতুন করে বিতর্ক শুরু হয়। নবনির্বাচিত প্রতিনিধিদের উপর ব্রিজভূষণের প্রভাব নিয়ে ফের আলোচনা শুরু হয়। এই পরিস্থিতি ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তাড়াহুড়ো করে জাতীয় প্রতিযোগিতা আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সেই কারণেই কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত পদাধিকারীদের সাসপেন্ড করা হয়েছে।

নিয়ম মানেননি সঞ্জয়

ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি সঞ্জয় কুমার সিং ঘোষণা করেছেন, এ বছরের শেষদিকে জুনিয়র ন্যাশনাল কম্পিটিশন শুরু হবে। এই ঘোষণা নিয়ম-বিরোধী। কারণ, কুস্তিগীরদের প্রস্তুতির জন্য অন্তত ১৫ দিনের নোটিস দেওয়া দরকার। জাতীয় প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয় এগজিকিউটিভ কমিটি। তার আগে বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যাজেন্ডা ঠিক করতে হয়। ভারতীয় কুস্তি ফেডারেশনের সংবিধানের ১১ নম্বর ধারা অনুসারে, ১৫ দিনের নোটিস দিতে হয় এবং বৈঠকে অন্তত এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকতে হলেও, অন্তত ৭ দিনের নোটিস দিতে হয় এবং এক তৃতীয়াংশ প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক। এই নিয়ম মানা হয়নি।’

ব্রিজভূষণের প্রভাব দূর করার লক্ষ্যে ক্রীড়ামন্ত্রক

ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত পদাধিকারীদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তাঁদের উপর প্রাক্তন পদাধিকারীদের সম্পূর্ণ প্রভাব রয়েছে। এটা ক্রীড়া বিধির বিরোধী। যেখানে প্রাক্তন পদাধিকারীর বিরুদ্ধে খেলোয়াড়দের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেখান থেকেই বর্তমান পদাধিকারীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে ঘটনা আদালতের বিচারাধীন, সেই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বর্তমান পদাধিকারীদের যোগ মেনে নেওয়া যায় না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sakshi Malik: ব্রিজভূষণের প্রশংসায় সাক্ষী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরনো ভিডিও

Bajrang Punia: প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাতে পদ্মশ্রী রেখে এলেন বজরং পুনিয়া

Wrestling: কুস্তি ছেড়ে দিচ্ছেন, ব্রিজভূষণ-ঘনিষ্ঠের জয়ে ক্ষুব্ধ সাক্ষী মালিক

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে