বারবার চপ্পল চুরি হয়ে যাচ্ছিল। হোটেলের সুনাম এবং অতিথিদের সম্মান রক্ষার্থে সরাসরি কোনও ব্যবস্থা নেওয়াও যাচ্ছিল না। সবদিক বিবেচনা করে এবার অন্য পন্থা নিল মুম্বইয়ের হোটেল কর্তৃপক্ষ।

হোটেলে এসে থাকার পর চলে যাওয়ার সময় জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া নতুন কিছু নয়। ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরাতেও একই ঘটনা দেখা যায়। ট্রেন থেকে মূলত বালিশ-চাদর চুরি হয়। হোটেল থেকে সাধারণত টুথব্রাশ, টুথপেস্ট এবং শ্যাম্পুর মতো ছোটখাটো জিনিসপত্র চুরি হয়। হোটেলের অতিথিরা এসব জিনিসপত্র নিয়ে গেলে হোটেলের তেমন সমস্যা হয় না, কিন্তু চপ্পল, তোয়ালে, ল্যাম্প বা হোটেলের অন্যান্য সম্পত্তি চুরি করলে তাতে ক্ষতি হয়। হোটেল তাদের অতিথিদের শৌচাগারে যাওয়ার জন্য চপ্পল দেয়, কিন্তু অনেক সময় অতিথিরা চপ্পল চুরি করে নিয়ে যায়। এই ধরনের চপ্পল চোর অতিথিদের থেকে নিজেদের জিনিসপত্র বাঁচাতে মুম্বইয়ের একটি হোটেলে অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে। এই কৌশলটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কী কৌশল নিয়েছে মুম্বইয়ের হোটেল?

‘এক্স’ হ্যান্ডলে তেজস্বী উড়ুপ্পা নামে এক ব্যক্তি দু'টি চপ্পলের ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি জলপাই-সবুজ এবং অন্যটি কমলা-বাদামি রঙের। এগুলি শৌচাগারের দরজার সামনে রাখা ছিল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এগুলি একই ডিজাইনের হলেও, দু'টি আলাদা জোড়া। চোরদের থেকে চপ্পল বাঁচাতে হোটেল কর্তৃপক্ষ এই অভিনব পন্থা অবলম্বন করেছে। কেউই হোটেলের বাইরে এমন চপ্পল নিয়ে যেতে চাইবে না যা আলাদা জোড়া। তেজস্বী এই ছবির সঙ্গে লিখেছেন, ‘মুম্বইয়ের এই হোটেল শৌচাগারে পরে যাওয়ার জন্য চপ্পল সরবরাহ করে। কিন্তু কেউ যাতে সেই চপ্পল চুরি করে নিয়ে না যায় সেজন্য হোটেল জোড়ায়-জোড়ায় বিভিন্ন রঙের চপ্পল দেয়।’

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

তেজস্বীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই হোটেল কর্তৃপক্ষের এই কৌশলের প্রশংসা করছেন। কেউ কেউ বলেছেন যে এমন চোরও আছে যারা এরও উপায় বের করে ফেলবে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'আমার বাবা বলেন, কাউকে যদি কলম দিতে হয় তবে তাকে কখনও ঢাকনা দিও না।' অন্য একজন মজা করে লিখেছেন, ‘হোটেলে পাশের ঘরে থেকে একই রকমের একটি জোড়া নিয়ে নিজের জোড়া মিলিয়ে নিন এবং নিজের বাড়ি চলে যান।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাইক চুরি করেও শেষে ১৫০০ টাকা সহ চিঠি লিখে গাড়ি ফেরত দিল চোর! আসল কারণটা অদ্ভুত

চোরের অভিনব কায়দায় চুরি! ফাঁদ পেতে স্যুট বুট টাই পরা চোরকে ধরে ফেলল পুলিশ

ভিক্ষার নামে দেখে আসত শাশুড়ি, পরে চুরি করতে পাঠাতেন জামাইকে! ঝুপড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, বাইক, বিদেশি মুদ্রা