
2030 Commonwealth Games Ahmedabad: সরকারিভাবে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানাতে চলেছে ভারত। বুধবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) বিশেষ সাধারণ সভায় (Special General Meeting) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইওএ আধিকারিকরা জানিয়েছেন, ২০৩০ সালে ভারতে কমনওয়েলথ গেমস আয়োজন করা সম্ভব হলে সব পদক জয়ের খেলা যুক্ত করা হবে। আইওএ সম্মতি জানানোর আগেই ভারত ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে। আমেদাবাদে এই গেমস আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই গেমস আয়োজন করতে হলে৩১ অগাস্টের মধ্যে সরকারিভাবে দাবি জানাতে হবে। আইওএ সম্মতি জানানোর পর পাঁচ বছর পর দেশে কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়ে চূড়ান্ত দাবি জানানো সময়ের অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই এই দাবি জানাতে পারে ভারত।
আইওএ সভাপতি কিংবদন্তি অ্যাথলিট পি টি ঊষা জানিয়েছেন, ‘আমি খুশি যে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রস্তুতি চলবে। আমেদাবাদেই কমনওয়েলথ গেমস হবে কি না, সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। ভুবনেশ্বরের পরিকাঠামো দুর্দান্ত। দিল্লিতেও অসাধারণ পরিকাঠামো আছে। পরিস্থিতির কারণে ২০২৬ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসের (2026 Commonwealth Games Glasgow) গুরুত্ব কমে গিয়েছে। আমরা যদি ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাই, তাহলে সব খেলা যুক্ত করা হবে। ২০১০ সালের কমনওয়েলথ গেমস যেমন হয়েছিল, ২০৩০ সালের কমনওয়েলথ গেমসও তেমনই হবে।’
২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছে হকি, ব্যাডমিন্টন, কুস্তি, শ্যুটিংয়ের মতো ইভেন্ট। খরচ বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কথা উল্লেখ করেই ঊষা জানিয়েছেন, ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করার সুযোগ পেলে ভালোভাবেই সব ইভেন্ট আয়োজন করবে। গ্লাসগোর মতো আর্থিক সমস্যার জন্য কোনও ইভেন্ট বাদ দেওয়া হবে না। ভারতে কোনও সমস্যা হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।