২০ বছর পর ফের ভারতে হবে কমনওয়েলথ গেমস? দাবি জানাতে সম্মত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

Published : Aug 14, 2025, 12:35 AM IST
Commonwealth games

সংক্ষিপ্ত

2030 Commonwealth Games: ২০৩৬ সালে অলিম্পিক্স (Olympic Games 2036) আয়োজনের চেষ্টা করছে ভারত। এরই মধ্যে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দাবিও জানানো হচ্ছে। কয়েক বছরের মধ্যে এই দুই বড় প্রতিযোগিতা আয়োজন করতে পারলে ভারতীয় ক্রীড়ার উন্নতি হতে পারে।

DID YOU KNOW ?
ভারতে প্রথম এশিয়ান গেমস
১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল দিল্লিতে। এরপর ১৯৮২ সালে দিল্লিতে দ্বিতীয়বার এশিয়ান গেমস আয়োজন করা হয়।

2030 Commonwealth Games Ahmedabad: সরকারিভাবে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দাবি জানাতে চলেছে ভারত। বুধবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) বিশেষ সাধারণ সভায় (Special General Meeting) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইওএ আধিকারিকরা জানিয়েছেন, ২০৩০ সালে ভারতে কমনওয়েলথ গেমস আয়োজন করা সম্ভব হলে সব পদক জয়ের খেলা যুক্ত করা হবে। আইওএ সম্মতি জানানোর আগেই ভারত ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে। আমেদাবাদে এই গেমস আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই গেমস আয়োজন করতে হলে৩১ অগাস্টের মধ্যে সরকারিভাবে দাবি জানাতে হবে। আইওএ সম্মতি জানানোর পর পাঁচ বছর পর দেশে কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়ে চূড়ান্ত দাবি জানানো সময়ের অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই এই দাবি জানাতে পারে ভারত।

কোন শহরে হতে পারে কমনওয়েলথ গেমস?

আইওএ সভাপতি কিংবদন্তি অ্যাথলিট পি টি ঊষা জানিয়েছেন, ‘আমি খুশি যে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রস্তুতি চলবে। আমেদাবাদেই কমনওয়েলথ গেমস হবে কি না, সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। ভুবনেশ্বরের পরিকাঠামো দুর্দান্ত। দিল্লিতেও অসাধারণ পরিকাঠামো আছে। পরিস্থিতির কারণে ২০২৬ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসের (2026 Commonwealth Games Glasgow) গুরুত্ব কমে গিয়েছে। আমরা যদি ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাই, তাহলে সব খেলা যুক্ত করা হবে। ২০১০ সালের কমনওয়েলথ গেমস যেমন হয়েছিল, ২০৩০ সালের কমনওয়েলথ গেমসও তেমনই হবে।’

গ্লাসগো গেমসে আর্থিক সমস্যা

২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছে হকি, ব্যাডমিন্টন, কুস্তি, শ্যুটিংয়ের মতো ইভেন্ট। খরচ বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কথা উল্লেখ করেই ঊষা জানিয়েছেন, ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করার সুযোগ পেলে ভালোভাবেই সব ইভেন্ট আয়োজন করবে। গ্লাসগোর মতো আর্থিক সমস্যার জন্য কোনও ইভেন্ট বাদ দেওয়া হবে না। ভারতে কোনও সমস্যা হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১০
২০১০ সালে ভারতে প্রথমবার আয়োজন করা হয়েছিল কমনওয়েলথ গেমস।
ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছে। পাঁচ বছর পর ফের ভারতে হতে পারে কমনওয়েলথ গেমস।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড