প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, আত্মজীবনীতে জানালেন কিংবদন্তি টেনিস তারকা

Published : Sep 05, 2025, 07:38 PM IST
prostate cancer

সংক্ষিপ্ত

Bjorn Borg: সুইডেনের (Sweden) কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিয়ন বর্গ বিশ্বজুড়ে শ্রদ্ধার পাত্র। কিছুদিন পরেই তাঁর আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে। এই আত্মজীবনীতেই তাঁর অসুস্থতার বিষয়ে জানা গিয়েছে।

DID YOU KNOW ?
বিয়ন বর্গের ক্যান্সার
২০২৩ সালে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন বিয়ন বর্গ। তবে তিনি এখন সুস্থ আছেন।

Bjorn Borg Prostate Cancer: প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সুইডেনের (Sweden) টেনিস কিংবদন্তি বিয়ন বর্গ। কিছুদিন পরেই প্রকাশিত হতে চলেছে তাঁর আত্মজীবনী 'হার্টবিটস'। সেই বইয়ের শেষ অধ্যায়ে অসুস্থতার কথা জানিয়েছেন বর্গ। তিনি জানিয়েছেন, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে গত বছর অস্ত্রোপচারের পর তিনি এখন অনেকটাই সুস্থ। স্টকহোমে (Stockholm) নিজের বাড়িতে বসে এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি টেনিস খেলোয়াড় জানিয়েছেন, ‘আমার এখন আর কোনও সমস্যা নেই। তবে ৬ মাস অন্তর আমাকে চিকিৎসকদের কাছে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হচ্ছে। এই প্রক্রিয়া মোটেই মজার বিষয় না। তবে আমি এখন সুস্থ আছি। আমার খুব ভালো লাগছে।’ মারণরোগ ফিরে আসবে না বলেই আশা করছেন বর্গ।

ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডনের নায়ক বর্গ

পেশাদার টেনিস কেরিয়ারে মোট ১১ বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জিতেছেন বর্গ (Grand Slam)। এর মধ্যে ১৯৭৪ সাল থেকে ১৯৮১ সালের মধ্যে ৬ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন এই কিংবদন্তি। এরই মধ্যে তিনি ১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা পাঁচবার উইম্বলডন (Wimbledon) জিতেছেন। এত সফল একজন খেলোয়াড় মাত্র ২৬ বছর বয়সেই টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেন। এরপর অবসর ভেঙে পেশাদার টেনিসে ফিরলেও, বেশিদিন খেলেননি বর্গ। তাঁর বিরুদ্ধে মাদক সেবন, একাধিক নারীসঙ্গ, বাবা-মা ও সন্তানদের সঙ্গে খারাপ সম্পর্ক-সহ নানা অভিযোগ উঠেছে। আত্মজীবনীতে সেসব কথাই জানিয়েছেন এই কিংবদন্তি খেলোয়াড়। ১৮ সেপ্টেম্বর ব্রিটেনে (Britain) তাঁর আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে এই বই।

২ বছর আগে ধরা পড়ে ক্যান্সার

বর্গ জানিয়েছেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁর প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে। সেই সময় লেভার কাপে (Laver Cup) ইউরোপের দলের (Team Europe) অধিনায়ক হিসেবে তাঁর কানাডায় (Canada) যাওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকরা যেতে বারণ করেন। এরপর শুরু হয় চিকিৎসা। অস্ত্রোপচারের পর এখন তিনি সুস্থ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
১১ বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জিতেছেন বিয়ন বর্গ
পুরুষদের টেনিসের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বিয়ন বর্গ।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা