বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হল খেলাধুলোতে, ৩৭৯৪.৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব নির্মলার

Published : Feb 02, 2025, 03:31 PM IST
Nirmala Sitaraman

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় বাজেটে অনেকটাই বরাদ্দ বৃদ্ধি করা হল ক্রীড়াক্ষেত্রে। 

শুধু ‘খেলো ইন্ডিয়া’ প্রোজেক্টের জন্যই কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) ২০০ কোটি টাকা বেশি ব্যয় বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। ক্রীড়া ও যুবকল্যাণ খাতে মোট ৩৭৯৪ কোটি ৩০ লক্ষ টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছেন তিনি। আগামী অর্থবর্ষে দেশে সেইরকম কোনও বড় স্পোর্টিং ইভেন্টের আয়োজন নেই। তবুও খেলাধুলাকে গুরুত্ব দিয়েই এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

তার মধ্যে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা রয়েছে। অবশ্য চলতি অর্থবর্ষে বরাদ্দ ছিল ৩৪০ কোটি টাকা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের জন্য ৮৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যা আগের বাজেটে ছিল মোট ৮১৫ কোটি টাকা।

জানা গেছে, এই টাকা খরচ করা হবে বিভিন্ন খেলার জাতীয় শিবির, খেলোয়াড়দের প্রস্তুতি এবং প্রশিক্ষণের জন্য। ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির জন্য সর্বমোট ২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। তাছাড়া ২০২৪-২৫ অর্থবর্ষে সেই বরাদ্দ ছিল ১৮.৭০ কোটি টাকা।

অন্যদিকে, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডার জন্য ২৪.৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। গত ২০২৪-২৫ অর্থবর্ষে ২০.৩০ কোটি টাকা পেয়েছে নাডা। এদিকে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট ফান্ডের জন্য আগের অর্থবর্ষের মতোই ১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে।

অপরদিকে খেলোয়াড়দের উৎসাহ ভাতা বাবদ ৪২.৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে (Budget 2025 Sector-wise Announcement)। তবে গতবার ৩৭ কোটি টাকা বরাদ্দ ছিল এই খাতে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কেন্দ্রীয় বাজেটে নতুন খেলোয়াড় তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যুব কল্যাণ প্রকল্পগুলির জন্য এবার ৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যা আগের বাজেটে ছিল ১১.৭০ কোটি টাকা। এছাড়া জম্মু-কাশ্মীরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন তিনি।

চলতি অর্থবর্ষে এই খাতে ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এছাড়া ন্যাশনাল সার্ভিস স্কিমের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, আগেরবারের থেকে প্রায় ২০০ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত