উইম্বলডনে রাশিয়া, বেলারুশের খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে, আশাবাদী মারে, একনজরে সেরা ১০

Published : Mar 09, 2023, 08:35 AM IST
Sports Update

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে। উইকেটকিপার কে এস ভরতের পরিবর্তে খেলতে পারেন ঈশান কিষান।

উইম্বলডন ২০২৩

ইউক্রেন আক্রমণ করার জন্য় গত বছরের উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের উইম্বলডনে যোগ দিতে না দেওয়া হলেও, এবার সেই অনুমতি দেওয়া হবে বলে আশাবাদী স্কটল্যান্ডের টেনিস তারকা অ্য়ান্ডি মারে। তিনি বলেছেন, ‘এটা নিঃসন্দেহে কঠিন মুহূর্ত। যে খেলোয়াড়রা গত বছর খেলার সুযোগ পায়নি তাদের কথা ভেবে আমার খারাপ লাগছে। কিন্তু আমি পরিস্থিতি বুঝতে পারছি। রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া কেন কঠিন, সেটাও বুঝতে পারছি। আমার মনে হয়, এবার ওদের খেলার সুযোগ দেওয়া হবে। সেটা হলে আমি অবাক হব না। কিন্তু উইম্বলডন কর্তৃপক্ষ অন্য় সিদ্ধান্তও নিতে পারে।’

ভরতের বদলে খেলতে পারেন ঈশান

আমেদাবাদ টেস্ট ম্যাচে উইকেটকিপার-ব্য়াটার কে এস ভরতের বদলে খেলার সুযোগ পেতে পারেন ঈশান কিষান। এই সিরিজে এখনও পর্যন্ত বড় স্কোর করতে পারেননি ভরত। সেই কারণেই তাঁর পরিবর্তে ঈশানকে সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্য়ানেজমেন্ট।

বিস্তারিত দেখুন-

হোলি খেললেন ক্রিকেটাররা

বুধবার হোলি খেলায় মেতে উঠলেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনদের রং মাখতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি, ভিডিও।

রবি শাস্ত্রীর উপর ক্ষুব্ধ রোহিত শর্মা

ইন্দোর টেস্ট ম্যাচে ভারতীয় দলের হারের কারণ হিসেবে আত্মতুষ্টি ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর সেই দাবি উড়িয়ে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বিস্তারিত দেখুন-

আমেদাবাদ টেস্ট ম্যাচে থাকবেন প্রধানমন্ত্রী

আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচের প্রথম দিন মাঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। মোদী টস করতে পারেন বলে জানা গিয়েছে।

আমেদাবাদে বড় রানের আশায় স্মিথ

আমেদাবাদ স্টেডিয়ামের পিচ দেখে খুশি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর মতে, এই সিরিজের প্রথম ৩ ম্যাচের তুলনায় আমেদাবাদের পিচ ব্যাটারদের অনেক বেশি সাহায্য করবে। প্রথম দিন খুব বেশি সাহায্য পাবেন না স্পিনাররা।

বিস্তারিত দেখুন-

ফের হার আরসিবি-র

উইমেনস প্রিমিয়ার লিগে প্রথম ৩ ম্যাচেই হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বুধবার স্মৃতি মন্ধানার দলকে ১১ রানে হারিয়ে প্রথম জয় পেল গুজরাট জায়ান্টস। পরপর হেরে লিগ টেবলে সবার শেষে আরসিবি।

বিস্তারিত দেখুন-

জসপ্রীত বুমরার অস্ত্রোপচার

চোট সারানোর লক্ষ্য়ে বিসিসিআই মেডিক্য়াল টিমের পরামর্শে নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হল ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরার। আগস্টে তাঁর রিহ্য়াব শুরু হবে। এরপর জাতীয় দলে ফেরার চেষ্টা শুরু করবেন এই পেসার।

বিস্তারিত দেখুন-

প্রথম রাউন্ডেই বিদায় লক্ষ্য সেনের

জার্মান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের অন্য়তম সেরা পুরুষ শাটলার লক্ষ্য সেন। ফ্রান্সের ক্রিস্টো পপভের কাছে স্ট্রেট গেমে হেরে যান লক্ষ্য। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১৯-২১, ১৬-২১। ৪৬ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচ।

পিএসএল-এ প্রথম শতরান বাবর আজমের

পাকিস্তান সুপার লিগে প্রথম শতরান করলেন বাবর আজম। কোয়েটা গ্ল্য়াডিয়েটর্সের বিরুদ্ধে ৬৫ বলে ১১৫ রান করেন বাবর। তাঁর দল অবশ্য এই ম্যাচে হেরে গিয়েছে। ৬৩ বলে ১৪৫ রান করে অপরাজিত থেকে কোয়েটাকে জেতান জেসন রয়।

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?