ওয়াটার স্পোর্টসের রোমাঞ্চ উপভোগ করতে চান? এবারের গ্রীষ্মে চলে যান দেশের এই রাজ্যগুলিতে

শীতকালে যেমন দেশের পার্বত্য রাজ্যগুলিতে বরফে নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়, তেমনই গ্রীষ্মেও অ্যাডভেঞ্চার স্পোর্টসের কমতি নেই। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে আয়োজন।

ভারতে ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। প্য়ারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং, প্যারাসেলিং, ট্রেকিংয়ের পাশপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওয়াটার স্পোর্টস। স্কুবা ডাইভিং, রিভার র‍্যাফটিং, কায়াকিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের রোমাঞ্চ উপভোগ করার জন্য দেশের বিভিন্ন রাজ্যে ভিড় জমাচ্ছেন হাজার হাজার পর্যটক। পার্বত্য অঞ্চলগুলি এখনও বরফের চাদরে মোড়া থাকলেও, মার্চের শুরুতেই দেশের বিভিন্ন রাজ্যে বেশ গরম পড়ে গিয়েছে। ফলে ওয়াটার স্পোর্টসের রোমাঞ্চ উপভোগ করার জন্য পুদুচেরি, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, ঋষিকেশের মতো রাজ্যগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে ওয়াটার স্পোর্টস। এপ্রিল-মে মাসে পর্যটকদের ভিড় বাড়বে।

ভারতের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র পুদুচেরি। দক্ষিণ ভারতের এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। দেশের পর্যটকরাও পুদুচেরিতে ভিড় জমান। পুদুচেরির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পুরনো গির্জা, বাড়িঘরের আলাদা আকর্ষণ আছে। একসময় ফরাসিদের উপনিবেশ ছিল পুদুচেরি। সেই সময়ের নানা নিদর্শন এখনও দেখতে পাওয়া যায়। পাশাপাশি পুদুচেরিতে স্কুবা ডাইভিং, র‍্যাফটিংয়ের রোমাঞ্চও উপভোগ করার সুযোগ রয়েছে।

Latest Videos

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকর্ষণ সারা বছরই থাকে। অসাধারণ সুন্দর সমুদ্রতট, অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, ওয়াটার স্পোর্টসের আকর্ষণেই আন্দামানে যান পর্যটকরা। স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সেইলিং, আন্ডারওয়াটার সি ওয়াকিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের আকর্ষণ এড়ানো কঠিন। সারা বছরই আন্দামান-নিকোবরে বেড়াতে যাওয়া যায়, তবে ওয়াটার স্পোর্টসের রোমাঞ্চ সবচেয়ে ভালো উপভোগ করার জন্য বর্ষা শেষ হওয়ার পরেই যাওয়া উচিত। সেই সময় সমুদ্রের জল শান্ত ও নিরাপদ থাকে। সেই সময় আকাশও পরিষ্কার থাকে। পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আইল্যান্ড, নিল আইল্য়ান্ড, নর্থ বে, জলি বয়ের মতো দ্বীপগুলির সৌন্দর্য অসাধারণ।

যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁদের কাছে দেশের অন্যতম আকর্ষণীয় রাজ্য গোয়া। গোয়াতেও নানারকম ওয়াটার স্পোর্টসের সুযোগ রয়েছে। স্কুবা ডাইভিং, স্নরকেলিং, প্যারাসেলিং, ব্যানানা বোট রাইডস, জেট স্কিইংয়ের মতো ওয়াটার স্পোর্টস ভালোবাসেন, তাঁরা এবারের গ্রীষ্মে গোয়ায় যেতেই পারেন।

যাঁরা রিভার র‍্যাফটিং ভালোবাসেন, তাঁদের অন্যতম গন্তব্য় ঋষিকেশ। উত্তরাখণ্ডের এই রাজ্যে গঙ্গায় র‍্যাফটিংয়ের রোমাঞ্চ অসাধারণ। ঋষিকেশে গঙ্গা খরস্রোতা, জল বরফের মতো ঠান্ডা। এখানে র‍্যাফটিং সত্য়িই রোমাঞ্চকর। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেরকম র‍্যাফটিংয়ের ভিডিও দেখা যায়, ঋষিকেশের গঙ্গায় ঠিক সেরকম র‍্যাফটিংই করা যায়। হিমাচল প্রদেশের মানালিতেও রিভার র‍্যাফটিংয়ের সুযোগ রয়েছে। মানালিতেও ভিড় জমান বহু পর্যটক।

আরও পড়ুন-

যোগ দিলেন দেড় হাজারেরও বেশি অ্যাথলিট, ভালোভাবেই শেষ হল খেলো ইন্ডিয়া উইন্টার গেমস

ট্রেকিং, প্যারাগ্লাইডিং, রিভার র‍্যাফটিং, অ্যাডভেঞ্চারের উপকরণ সাজিয়ে রেখেছে মধ্যপ্রদেশ

বয়স যে শুধুমাত্র সংখ্যা বুঝিয়ে দিলেন ১০৬ বছর বয়সের রামবাই

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia