বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। সারা দেশের বিভিন্ন ক্ষেত্রের মতো ক্রীড়াক্ষেত্রও বাজেটের দিকে তাকিয়েছিল।
কয়েক মাস পরেই প্যারি অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স। ফলে এবারের বাজেটে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে বলে আশায় ছিল ক্রীড়ামহল। কিন্তু বৃহস্পতিবার পেশ করা কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ নিয়ে কোনও উল্লেখই করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের কথা উল্লেখ করেছেন। দাবাড়ু আর প্রজ্ঞানানন্দরও প্রশংসা করেছেন অর্থমন্ত্রী। কিন্তু ক্রীড়াক্ষেত্রে মোট কত টাকা বরাদ্দ করা হচ্ছে, সেটা বলেননি। ফলে নতুন অর্থবর্ষে ক্রীড়াবিদদের জন্য কী ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার, বাজেটের পর সেটা স্পষ্ট নয়। তবে ক্রীড়ামহলের আশা, অলিম্পিয়ানদের জন্য যে অর্থ ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে, তাতে ছেদ পড়বে না এবং ক্রীড়াবিদদের পাশে থাকবে সরকার।
সংক্ষিপ্ততম বাজেট পেশ সীতারমনের
কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন সীতারমন। তবে এবারই তিনি সবচেয়ে কম সময়ের মধ্যে বাজেট বক্তব্য পেশ করলেন। তিনি এরই মধ্যে বিভিন্ন খেলায় ভারতীয়দের সাফল্যের কথা উল্লেখ করেছেন। গত বাজেটে কেন্দ্রীয় সরকার ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করেছিল। এর ফলেই ক্রীড়াবিদরা দুর্দান্ত সাফল্য পেয়েছেন বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
প্রজ্ঞানানন্দর প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
এই মুহূর্তে দেশের সেরা দাবাড়ু আর প্রজ্ঞানানন্দর প্রশংসা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের তরুণরা ক্রীড়াক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এর জন্য দেশ গর্বিত। ২০২৩ সালে এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসে সবচেয়ে বেশি পদক উচ্চ আত্মবিশ্বাসের মাত্রার প্রতীক। দাবার বিস্ময় ও আমাদের এক নম্বর খেলোয়াড় আর প্রজ্ঞানানন্দ ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেন। আজ ভারতে ৮০ জন গ্র্যান্ডমাস্টার আছেন। ২০১০ সালে এই সংখ্যা ছিল ২০-এর সামান্য বেশি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
PM Modi On Budget 2024: 'তরুণ ভারতের আকাঙ্খা পুরণ করে', নির্মলার বাজেটে আশাবাদী মোদী
Income Tax: করের হারে কোনো পরিবর্তন নয়, এক কোটির বেশি করদাতা কীভাবে উপকৃত হবেন, দেখে নিন