সংক্ষিপ্ত
বিতর্কিত কুস্তিগীর ভিনেশ ফোগট প্যারিস অলিম্পিক্সের পর কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করার পর ফের কুস্তির লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেন ভিনেশ।
'স্বীকার করছি আজ তুমি ক্লান্ত হয়ে পড়েছো। স্বীকার করছি আজ তুমি আহত পাখি। কিন্তু তোমার মধ্যে এখনও সাহস আছে। লক্ষ্যপূরণের জন্যই তুমি আজও বেঁচে আছো।' ইনস্টাগ্রাম পোস্টে হিন্দিতে ঠিক এই ভাষাতেই অবসর নেবে কুস্তিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গিয়ে পদক নিশ্চিত করার পরেও মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য বাতিল হয়ে যান ভিনেশ। তিনি এর বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। এরপর ক্ষোভে-হতাশায় কুস্তি থেকে অবসর ঘোষণা করে দেন ভিনেশ। তিনি ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পি টি ঊষা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন।
হরিয়ানার বিধায়ক ভিনেশ
হরিয়ানায় এবারের বিধানসভা নির্বাচনে জুলানা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেন ভিনেশ। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী যোগেশ কুমার বৈরাগীকে ৬,০১৫ ভোটের ব্যবধানে হারিয়ে দেন। তবে বিধায়ক হয়ে গেলেও, পুরোদস্তুর রাজনীতিবিদ হতে চাইছেন না ভিনেশ। এখন তাঁর বয়স ২৯ বছর। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফের পদকের লক্ষ্যে লড়াই করতে পারেন এই কুস্তিগীর। ইনস্টাগ্রাম পোস্টে হয়তো সেই লক্ষ্যের কথাই বলতে চেয়েছেন ভিনেশ।
প্রধানমন্ত্রীকে আক্রমণ ভিনেশের
প্রধানমন্ত্রীর সমালোচনা করে ভিনেশ বলেছেন, ‘প্যারিস অলিম্পিক্স চলাকালীন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার কাছে ফোন এসেছিল। কিন্তু আমি কথা বলতে রাজি হইনি। সরাসরি আমার কাছে ফোন আসেনি। অলিম্পিক্সে ভারতীয় দলের সঙ্গে যাওয়া আধিকারিকরা আমাকে জানান, প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে চান। আমি কথা বলতে তৈরি ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলার জন্য শর্ত চাপানো হয়। আমাকে জানানো হয়, কথা বলার সময় আমার দলের পক্ষ থেকে কেউ থাকতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কথোপকথন রেকর্ড করবেন। আমি চাইনি, আমার আবেগ ও কঠোর পরিশ্রম নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন হাসিঠাট্টা করা না হয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'আমার বাবার প্রতি কোনওদিন কৃতজ্ঞতা প্রকাশ করেনি,' ভিনেশ ফোগটকে তোপ ববিতা ফোগটের
'প্যারিসে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, কথা বলতে চাইনি,' দাবি ভিনেশ ফোগটের
'পিটি ঊষা শুধু ছবি তুলেছিলেন, আমাকে সাহায্য করেননি,' বিস্ফোরক ভিনেশ ফোগট