আর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলবেন না বিরাট কোহলি! অনুরাগীদের জন্য কী বার্তা দিলেন ক্রিকেটার?

Published : May 12, 2025, 12:11 PM ISTUpdated : May 12, 2025, 12:43 PM IST
Virat kohli test retirement

সংক্ষিপ্ত

Virat Kohli Announces Retirement from International Cricket: বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। রোহিত শর্মার পর, কোহলিও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন, ১২৩ টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান করে।

 বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এমনই ঘোষণা করেছেন তিনি। “টেস্ট ক্রিকেটে প্রথম বার নীল জার্সি পরার ১৪ বছর সম্পূর্ণ হল। এ প্রসঙ্গে বিরাট বলেছেন, " সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে কখনও ভাবিনি। এটা আমাকে পরীক্ষা করেছে, আমাকে গড়ে তুলেছে, এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি সারাজীবন বহন করব... আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাব,”।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ সত্ত্বেও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসরের পর, সোমবার সামাজিক মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিলেন কোহলিও। 

গত বুধবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজমাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছেন। এবার সেই পথেই হাঁটলেন বিরাট কোহলি। ১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান করেছেন তিনি। গড় ৪৬.৮৫। করেছেন ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত।

সমাজমাধ্যমে কোহলি লেখেন, “১৪ বছর আগে যখন প্রথমবার টেস্টের নীল ব্যাগি টুপি পরেছিলাম, তখন বুঝতেই পারিনি এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। এটা আমার কল্পনারও বাইরে ছিল। টেস্ট ক্রিকেট আমাকে বারবার পরীক্ষা নিয়েছে, গড়ে তুলেছে, শিক্ষা দিয়েছে। এই শিক্ষা আমি সারাজীবন বয়ে নিয়ে যাব।”

রোহিতের পর কোহলিও না থাকলে দলের ব্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়ত। সেই কারণেই বোর্ড তাঁকে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিল। তবে কোহলি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পেলেন না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ ODI: সিরিজ জয়ই যখন প্রধান লক্ষ্য, মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা গৌতম গম্ভীরের
IND vs NZ ODI: তৃতীয় একদিনের ম্যাচ থেকে বাদ যেতে পারেন এই অলরাউন্ডার? ভারতের সম্ভাব্য প্রথম একাদশ