'ভারত আজ পর্যন্ত অলিম্পিক্সে সোনা পায়নি,' দাবি মুখ্যমন্ত্রীর, ভিডিও শেয়ার শুভেন্দুর

বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বিতর্কিত মন্তব্য নিয়ে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। এবার মুখ্যমন্ত্রীর তেমনই এক মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরসা মুন্ডার ১৫০-তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অলিম্পিক্স নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি 'এক্স' হ্যান্ডলে এক ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। এই ভিডিওতে মঞ্চের সামনে বসা তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, 'আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তোমরা পাবে। এ বিশ্বাস আমার আছে।' এশিয়ানেট নিউজ বাংলা অবশ্য শুভেন্দুর শেয়ার করা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিরোধী দলনেতার শেয়ার করা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

Latest Videos

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বিরোধী দলনেতা লিখেছেন, ‘লজ্জাজনক ঘটনা। একজন মুখ্যমন্ত্রী কী অসম্মানজনক মন্তব্য করলেন! মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভারত কোনওদিন অলিম্পিক্সে সোনা জেতেনি। হয় তিনি অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ার নাম শোনেননি, না হলে ভারতীয় হকি দলের গৌরবজনক সাফল্যের কথা জানেন না। তবে আমার মনে হচ্ছে, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কথা বলেছেন। কারণ, ভারতের কৃতিত্ব খর্ব করাই সবসময় তাঁর লক্ষ্য থাকে।’ এই পোস্টে অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া, হকি ইন্ডিয়া, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ইন্ডিয়া স্পোর্টস, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক, অনুরাগ ঠাকুর, কিরেন রিজিজুকে ট্যাগ করেছেন শুভেন্দু।

 

 

অলিম্পিক্সে ভারতের রেকর্ড কী?

অলিম্পিক্সে এখনও পর্যন্ত মোট ৪১টি পদক জিতেছে ভারত। এর মধ্যে সোনার সংখ্যা ১০। ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন অভিনব ও নীরজ। পুরুষদের হকি দল ৮ বার সোনা জিতেছে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে অবশ্য সোনা জিততে পারেননি ভারতের কোনও অ্যাথলিট। রুপো পেয়েছেন নীরজ। ফাইনালে উঠেও বাতিল হয়ে যান ভিনেশ ফোগট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একী বললেন শুভেন্দু অধিকারী! সবকিছু ফাঁস করার হুঁশিয়ারি বিজেপি নেতার

মমতার হাওয়াই চটির দাম জানালেন শুভেন্দু, সঙ্গে বললেন '২১ বছর সংসার' করে তিনি সব জানেন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today