সংক্ষিপ্ত

শুভেন্দু কথা থামিয়ে বলেন, ওই হাওয়াই চটির দাম ৪৪০০ টাকা ভাই। মমতা কোন বিদেশি কোম্পানির হওয়াই চটি পরেন তাও জানিয়ে দেন।

 

তালডাংরা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী। প্রচার মঞ্চ থেকেই বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন। বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি নিয়ে প্রশ্ন তুলে দেন। তৃণমল কংগ্রেসের পাশাপাশি শুভেন্দু চড়া সুরে আক্রমণ করেন সিপিএমকেও। বামেদের তিনি ভোট কাটার বলেও চিহ্নিত করেন।

শুভেন্দুর নিশানায় মমতাঃ

এদিন ভোট প্রচারে শুভেন্দু অধিকারী প্রথম থেকেই চড় সুরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। তিনি বলেন, 'এখানে আসার সময় এক ৮০ বছরের মাকে জুতোটা খুলে প্রনাম করছিলাম। তিনি আশীর্বাদ করে বলেন, 'এটা যাবে কবে?' এটা কাকে বলেছেন বুঝতে পেরেছেন তো... মমতাকে।'শুভেন্দুর এই বক্তব্যের মধ্যেই দর্শকাশনে থাকা এক শ্রোতা বলে ওঠেন 'হাওয়াই চটি'। শুভেন্দু কথা থামিয়ে বলেন, 'ওই হাওয়াই চটির দাম ৪৪০০ টাকা ভাই।' তবে তিনি এখানেই শেষ করেননি। আরও বলেন, 'আগে অজন্তা ছিল। ১৭৫ টাকা। ওটা উনি পরেন না। এখন ৪৪০০ টাকার পরেন। অ্যাডিডাসের লোগোটা ব্লেড দিয়ে তুলে দেন। ওসব ঢপবাজি আমাদের দেখা হয়ে গেছে। আমিতে ২১ বছর সংসার করেছি। '

শুভেন্দু আরও বলেন, তাঁদের মিছিলে কোনও ফিল্মস্টার ছিল না। কিন্তু ভোটাররা তাদের দেখে রাস্তা থেকে বেরিয়ে এসে তাদের স্বাগত জানিয়েছে।

সিপিএমকে আক্রমণঃ

শুধু মমতা নয়। এদিন বিজেপি নেতা সিপিএমকেও নিশানা করেন। তিনি বলেন, '২০১১ সালের আগে এখানে উনি জিততে পারতেন না। এখানে দেবলীনারা জিততেন। এখানে উপেন কিস্কুরা জিততেন। ' তিনি আরও বলেন এখন সিপিএম ভোট কাটে। এখন ওরা জেতার জন্য দাঁড়ায় না। তিনি আরও বলেন, বর্তমানে বামেরা সতাতনীদের ভোট ,জনজাতিদের ভোট কাটেন। তিনি বলেন, 'ইন্ডি জোটের যাতে ভাবভালবাসা হয়। মীনাক্ষী বোন বলেন চোর ধর জেল ভর আর দিল্লিতে জোটের কথা বল হয়। ' তবে এদিন বাসুদেব আচারিয়ার প্রশংসা করেন।

শুভেন্দু, প্রশাসনিক কর্তাদেরও রীতিমত হুমকি দেন। বলেন, ২০২৬ সালে সকলকেই আন্দামানে পছন হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।