সংক্ষিপ্ত
গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের ক্রীড়া সংস্থাগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ও অজিত বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার স্বপন ওরফে বাবুনের প্রভাব খর্ব হচ্ছে।
রাজ্য হকি সংস্থায় হঠাৎ সভাপতি বদল। নতুন সভাপতি হলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি মুখ্যমন্ত্রীর ভাইয়ের পরিবর্তে নতুন সভাপতি হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হিসেবে কলকাতা ময়দানে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছেন স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। গড়ের মাঠে তিনি বাবুনদা নামে পরিচিত। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল সচিব হওয়ার পর গড়ের মাঠে তাঁর প্রভাব বেড়ে যায়। রাজ্য হকি সংস্থার সভাপতিও হন বাবুন। তিনি ১২ বছর হকি সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার পর তিনি রাজ্যে হকির প্রসারের জন্য কাজ করেছেন বলে দাবি ঘনিষ্ঠদের। কিন্তু এবার সেই বাবুনই রাজ্য হকি সংস্থা থেকে সরে গেলেন। তাঁর হকি সংস্থা থেকে সরে যাওয়ার কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
কেন হকি সংস্থা থেকে সরলেন বাবুন?
বাবুন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার পর এই সংস্থার নাম বদলে করেন হকি বেঙ্গল। কলকাতা ময়দানে অ্যাস্ট্রোটার্ফ না থাকার কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন হকি খেলোয়াড়রা। গত কয়েক দশক ধরে অ্যাস্ট্রোটার্ফের দাবি উঠছিল। বাবুন হকি সংস্থার সভাপতি হওয়ার পর সল্টলেক ও হাওড়ার ডুমুরজলায় অ্যাস্ট্রোটার্ফ তৈরির উদ্যোগ নিয়েছেন। দুই স্টেডিয়ামেই কাজ চলছে। হকি বেঙ্গল সূত্রে খবর, একটানা ১২ বছর পর সভাপতি পদে থাকার পর বাবুনকে সরে যেতেই হত। নিয়মের কারণেই তাঁর পক্ষে আর এই পদে থাকা সম্ভব হল না।
শাসক দলের অন্দরে কোণঠাসা বাবুন?
শাসক দলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুনের সম্পর্ক খুব একটা ভালো নয়। নানা কারণে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বাবুনের পরিবর্তে সুজিতের হকি সংস্থার সভাপতি হওয়া হয়তো সেই কারণেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ভাইয়ের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই' বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মমতা
এশিয়ান গেমসে সহকারী শেফ দ্য মিশন হলেন মমতার ভাই স্বপন, জানুন কী কী নজরে রাখতে হবে 'বাবুন'কে