এশিয়ান গেমসের ঠিক আগে বিভিন্ন ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের ক্রীড়াবিদরা। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণরাও বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতছেন।
আয়ারল্যান্ডের লিমেরিকে অনুষ্ঠিত বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের তরুণ তীরন্দাজ প্রিয়াংশ। তিনি কম্পাউন্ড বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতলেন। এই প্রতিযোগিতায় দেশকে নবম পদক এনে দিলেন প্রিয়াংশ। তিনি হারিয়ে দিয়েছেন স্লোভেনিয়ার আলজাজ ব্রেঙ্ককে। ১৪৭-১৪১ পয়েন্টে জয় পেয়েছেন প্রিয়াংশ। তাঁকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। তবে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেন এই তরুণ ভারতীয় তীরন্দাজ। ভারতীয় দল এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৫টি সোনা জিতেছে। আরও পদকের আশায় দেশ। ভারতের তরুণ ক্রীড়াবিদরা যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে ভারতীয় তীরন্দাজির ভবিষ্যৎ উজ্জ্বল বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
আলজাজের বিরুদ্ধে শুরু থেকেই লড়াই চালাচ্ছিলেন প্রিয়াংশ। তবে তাঁকে খুব একটা এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছিলেন না স্লোভেনিয়ার তীরন্দাজ। প্রথম রাউন্ডের শেষে ফল হয় ২৯-২৯। তবে দ্বিতীয় রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৩০ পয়েন্ট তুলে নেন প্রিয়াংশ। এই রাউন্ডে তিনি আলজাজকে কোনও সুযোগই দেননি। তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও ভালো পারফরম্যান্স দেখান প্রিয়াংশ। তবে আলজাজও লড়াইয়ে ফেরার চেষ্টা করছিলেন। পঞ্চম তথা শেষ রাউন্ড শুরু হওয়ার আগে ১১৮-১১২ পয়েন্ট এগিয়েছিলেন প্রিয়াংশ। ফলে তাঁর জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ রাউন্ডে ২ তীরন্দাজই ২৯ পয়েন্ট করে পান। ফলে চ্যাম্পিয়ন হতে কোনও সমস্যা হয়নি প্রিয়াংশের।
এর আগে বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে চতুর্থ সোনা জেতেন অদিতি গোপীচাঁদ স্বামী। তিনি মহিলাদের অনূর্ধ্ব-১৮ বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সোনা জেতেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লিন ড্রেককে হারিয়ে দেন। গত মাসে বিশ্বকাপে মহিলাদের অনূর্ধ্ব-১৮ কম্পাউন্ড বিভাগে যে রেকর্ড গড়েন, সেটিও ভেঙে দিয়েছেন অদিতি। গত মাসে কলম্বিয়ার মেডেলিনে দলগত বিভাগে ব্রোঞ্জ জেতেন অদিতি। এই প্রথম তিনি সিনিয়র দলের হয়ে বিশ্বকাপে যোগ দেন। এক বছর আগে শারজায় এশিয়া কাপ লেগ ৩-তে ব্যক্তিগত বিভাগে রুপো পান অদিতি। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
এবারের বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের ২৪ জনের দল যোগ দিয়েছে। রবিবার এই প্রতিযোগিতার শেষ দিন। ভারতের পদক সংখ্যা বাড়তে পারে। অনূর্ধ্ব-২১ বিভাগে ভারতীয় দলে আছেন কম্পাউন্ড তীরন্দাজ প্রথমেশ জওকর ও প্রগতি। অনূর্ধ্ব-১৮ দলের নেতৃত্বে আছেন অদিতি। গতবার পোল্যান্ডে বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ১৫টি পদক পায় ভারত। এর মধ্যে ৮টি সোনা ছিল। পদক তালিকায় শীর্ষে ছিল ভারত।
আরও পড়ুন-
কানাডা ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্য সেন, ছিটকে গেলেন সিন্ধু
৮৭.৬৬ মিটার থ্রো, লুসান ডায়মন্ড লিগ জয় অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার
PV Sindhu: র্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু