অলিম্পিক্সের ব্যর্থতা অতীত, ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে সোনা নিখাত জারিনের

Published : Nov 20, 2025, 10:23 PM ISTUpdated : Nov 20, 2025, 11:00 PM IST
Nikhat Zareen

সংক্ষিপ্ত

World Boxing Cup Finals 2025: দেশের মাটিতে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের বক্সাররা। নিখাত জারিনের (Nikhat Zareen) ফের সাফল্য পাওয়া ভারতীয় বক্সিংয়ের পক্ষে সবচেয়ে ভালো দিক।

DID YOU KNOW ?
নিখাত জারিনের সোনা
দেড় বছর পর কোনও প্রতিযোগিতায় সোনা জিতলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন।

Nikhat Zareen: দেশের মাটিতে আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে (World Boxing Cup Finals 2025) দুর্দান্ত সাফল্য পেলেন ভারতের বক্সাররা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডার (Greater Noida) শহিদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে (Shaheed Vijay Singh Pathik Sports Complex) বিভিন্ন ওজনভিত্তিক ২০ বিভাগেই পদক জিতলেন ভারতীয় বক্সাররা। ৯ সোনা, ৬ রুপো ও ৫ ব্রোঞ্জ পেয়েছে ভারত। সাতজন মহিলা ও দু'জন পুরুষ বক্সার সোনা জিতেছেন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন (Nikhat Zareen) সোনা জিতেছেন। এছাড়া সোনা জিতেছেন বিশ্বচ্যাম্পিয়ন মীনাক্ষী হুডা (Minakshi Hooda), জেসমিন লাম্বোরিয়া (Jaismine Lamboria)। গত বছর এলোর্দা কাপে (Elorda Cup) সোনা জেতার পর থেকে এতদিন কোনও প্রতিযোগিতাতেই সোনা জিততে পারেননি নিখাত। এবার তিনি সোনা জেতার পর বলেছেন, 'দু'বছর পর দেশের মাটিতে দর্শকদের সামনে সোনা জিততে পেরে আমি আনন্দিত।'

সহজেই সোনা জয় নিখাতের

মহিলাদের ৫১ কেজি বিভাগে চিনা তাইপেইয়ের (Chinese Taipei) গুয়ো ই জুয়ানকে (Guo Yi Xuan) সহজেই ৫-০ হারিয়ে দেন নিখাত। তাঁকে এই প্রতিযোগিতায় স্বাভাবিক খেলা খেলতে দেখা গিয়েছে। প্রতিপক্ষকে কাবু করে সোনা জিতেছেন নিখাত। ৪৮ কেজি বিভাগে উজবেকিস্তানের (Uzbekistan) ফারজোনা ফজিলোভাকে (Farzona Fozilova) সহজেই ৫-০ হারিয়ে দিয়েছেন মীনাক্ষী। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি তিনবার অনূর্ধ্ব-২২ পর্যায়ে এশিয়ার সেরা নির্বাচিত হওয়া ফারজোনা।

অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে হারালেন জেসমিন

প্যারিস অলিম্পিক্সে (Olympic Games Paris 2024) ব্রোঞ্জজয়ী চিনা তাইপেইয়ের বক্সার উ শি ই-কে (Wu Shih Yi) হারিয়ে ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেসমিন। তিনি ৪-১ ফলে জয় পেলেন। চিনা তাইপেইয়ের বক্সার লড়াই করার চেষ্টা করেন। কিন্তু তাঁকে টেক্কা দিয়ে সোনা জেতেন জেসমিন। ৫৪ কেজি বিভাগের ফাইনালে ইতালির (Italy) বক্সার সিরিন চারাবিকে (Sirine Charaabi) ৫-০ উড়িয়ে সোনা জেতেন প্রীতি পাওয়ার। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান। তাঁর সামনে সুবিধা করতে পারেননি ইতালির বক্সার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০
ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ২০ পদক জিতল ভারত।
গ্রেটার নয়ডায় আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ৯ সোনা-সহ ২০ পদক জিতল ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড