Wrestlers Protest: বিচারের দাবিতে অ্যাথলিটদের রাস্তায় দেখে খারাপ লাগছে, বার্তা নীরজের

রবিবার থেকে যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই আন্দোলনকে সমর্থন করছেন। এবার এগিয়ে এলেন নীরজ চোপড়া।

অভিনব বিন্দ্রার পর নীরজ চোপড়া, দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করলেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। তিনি শুক্রবার সকালে ট্যুইট করে কুস্তিগীরদের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। নীরজ লিখেছেন, ‘আমাদের অ্যআথলিটদের বিচারের দাবিতে রাস্তায় নামতে দেখে খারাপ লাগছে। এই ঘটনায় আমি আহত। তাঁরা আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব কররা জন্য প্রচুর পরিশ্রম করেছেন এবং আমাদের গর্বিত করেছেন। অ্যাথলিট হোক বা অন্য কেউ, আমাদের দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা ও সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। যা হচ্ছে সেটা হওয়া কোনওদিনই উচিত নয়। এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়। সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং স্বচ্ছতা বজায় রেখে এই ঘটনার বিচার করা উচিত। যাতে ন্যায়বিচার হয় সেটা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

 

Latest Videos

 

বৃহস্পতিবার কুস্তিগীরদের এই আন্দোলনের বিরোধিতা করে কড়া বার্তা দেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা। পরদিনই নীরজের বার্তা অত্যন্ত তৎপর্যপূর্ণ। অলিম্পিক্সে এখনও পর্যন্ত ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন মাত্র দু'জন ভারতীয়। তাঁরা হলেন অভিনব ও নীরজ। দু'জনই কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন। ফলে আন্দোলনের পক্ষে সমর্থন জোরদার হয়েছে। বিভিন্ন মহল থেকে ঊষার মন্তব্যের সমালোচনা করা হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর ট্যুইট করে ঊষার সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘পিটি ঊষা, একনাগাড়ে বেয়াদবের মতো যৌন হেনস্থার মুখে আপনার সতীর্থ অ্যাথলিটরা যে ন্যায়সঙ্গত প্রতিবাদ জানাচ্ছেন, তাকে আপনি কোনওভাবেই অবজ্ঞা করতে পারেন না। তাঁদের নিজেদের অধিকারের দাবিতে সরব হওয়া দেশের ভাবমূর্তির ক্ষতি করে না। তাঁদের কথা শোনা, তদন্ত করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বদলে অভিযোগ উপেক্ষা করাই দেশের ভাবমূর্তির ক্ষতি করে।'

 

 

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনও পর্যন্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের গঠিত তদারকি কমিটি রিপোর্ট দিয়েছে কিন্তু সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর ৩ মাস কেটে গেলেও, এখনও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখে হতাশ ও ক্ষুব্ধ দেশের সেরা কুস্তিগীররা। সেই কারণেই তাঁরা রবিবার থেকে ফের যন্তর মন্তরে অবস্থান শুরু করেছেন। কুস্তিগীরদের দাবি, ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

আরও পড়ুন-

অ্যাথলিটরা যাতে সুবিচার পায় সেটা নিশ্চিত করতে হবে, বার্তা অভিনব বিন্দ্রার

Wrestlers Protest: ভারতের ভাবমূর্তির ক্ষতি করছেন কুস্তিগীররা, দাবি পিটি ঊষার

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল