দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থান রাজনৈতিক আন্দোলনের মঞ্চ হয়ে উঠছে। দলে দলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কুস্তিগীরদের সমর্থনে যন্তর মন্তরে হাজির হচ্ছেন। কুস্তিগীরদের পাশে নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন রাজনীতিবিদরা।
যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর পর এবার দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে পৌঁছে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সবাইকে কুস্তিগীরদের পাশে থাকার আর্জি জানিয়েছেন।
শনিবার সকালেই যন্তর মন্তরে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী
অরবিন্দ কেজরিওয়ালের আগে শনিবার সকালে যন্তর মন্তরে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানান।
ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়াও কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করলেন
ট্যুইট করে কুস্তিগীরদের আন্দোলনের প্রতি সমর্থনের কথা জানালেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি লিখেছেন, ‘আমার বোন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক-সহ যারা ন্যায়বিচারের জন্য লড়াই করছে তাদের পাশে আছি।’
কুস্তিগীররা ক্রীড়াজগতের সবার জন্য লড়াই করছেন, মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কুস্তিগীররা নিজেদের জন্য লড়াই করছেন না, তাঁরা ক্রীড়াজগতের প্রত্যেকের জন্য লড়াই করছেন। এফআইআর করতে ৭ দিন লাগল, সেটাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর। তাহলেই ভাবুন এই ব্যক্তি (ব্রিজভূষণ শরণ সিং) কতটা ক্ষমতাশালী।’
দেশের সবারই কুস্তিগীরদের আন্দোলন সমর্থন করা উচিত, মত অরবিন্দ কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘যাঁরা দেশকে ভালোবাসেন তাঁরা কংগ্রেস, আম আদমি পার্টি, বিজেপি, যে দলেরই সদস্য হোন না কেন, বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না থাকলেও অবশ্যই কুস্তিগীরদের সমর্থন করা উচিত।’
কুস্তিগীরদের এই প্রতিবাদ রাজনৈতিক আন্দোলনের মঞ্চ নয়, বার্তা বজরং পুনিয়ার
কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, ‘কিছু লোক আমাদের এই প্রতিবাদকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা এর নিন্দা করছি। আমাদের এই লড়াই শুধু দেশের মেয়েদের জন্য। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।’
ব্রিজভূষণ শরণ সিংয়ের কাছে গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, অভিযোগ কুস্তিগীরদের
বজরং পুনিয়ার অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগের বিচার সংক্রান্ত যাবতীয় গোপন তথ্য পেয়ে যাচ্ছেন ব্রিজভূষণ শরণ সিং। তিনি কীভাবে এই তথ্য পাচ্ছেন সেটা বলতে হবে। দেশের কাছে অভিযোগের জবাব দিতে হবে ব্রিজভূষণকে।
এই আন্দোলনে সবার সমর্থন চাইলেন কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগট
ক্রিকেটারদের আক্রমণ করার জন্য ক্ষমা চাইলেন কুস্তিগীর ভিনেশ ফোগট। তিনি ও সাক্ষী মালিক এই আন্দোলনে দেশের সবার কাছ থেকে সমর্থন চাইলেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে কুস্তিগীরদের নিরাপত্তা দিচ্ছে দিল্লি পুলিশ
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা নাবালিকা কুস্তিগীরকে নিরাপত্তা দিতে হবে। সেই নির্দেশ মেনেই নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের হওয়া একটি এফআইআর-এর কপি পেলেন কুস্তিগীররা
ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তার মধ্যে একটি এফআইআর-এর কপি কুস্তিগীরদের দিল দিল্লি পুলিশ। পকসো ধারায় করা অপর এফআইআর-এর কপি নাবালিকার পরিবারকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।